ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাদ্রিদে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ২৬৪ বার পড়া হয়েছে

স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জুন) সকাল সাড়ে ১১টায় স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্পেনে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। মতবিনিময় সভায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, মানিট্রান্সফার এজেন্ট ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সরাওয়ার মাহমুদ বলেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করলে বাংলাদেশ সরকারের প্রণোদনা প্রাপ্তির সুযোগ যেমন থাকে, তেমনি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব। তিনি ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের বসবাসের দিক দিয়ে স্পেন দ্বিতীয় স্থানে অবস্থান করছে জানিয়ে বলেন, স্পেন থেকে এখনো রেমিটেন্স প্রেরণের পরিমাণ প্রত্যাশিত অনুপাতে হচ্ছে না। রাষ্ট্রদূত এ ব্যাপারে স্পেনের সকল প্রবাসীদের কাছে বাংলাদেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রত্যেকের আগ্রহের কথা উল্লেখ করার পাশাপাশি বিভিন্ন মানিট্রান্সফার কোম্পানির ‘কম্পøায়ান্স ইস্যু’ বর্ণনা করে সেসব সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য দূতাবাসকে অনুরোধ জানান। এতে করে বৈধ পন্থায় রেমিটেন্স প্রবাহের গতি আরো বৃদ্ধি পাবে বলে তারা উল্লেখ করেন। এসময় দূতাবাসের পক্ষ থেকেও করণীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সাধারণ সম্পাদক ও মানিট্রান্সফার ব্যবসায়ী মিল্টন ভূইয়া কচি, কমিউনিটি নেতা এসএম আহমেদ মনির, মানিট্রান্সফার ব্যবসায়ী মোহাম্মদ আবু বকর, কাইয়ূম আহমেদ মাসুক, ইকবাল হোসেন, মঈন উদ্দিন, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য কবির আল মাহমুদ, সাংবাদিক একেএম জহিরুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদ্রিদে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জুন) সকাল সাড়ে ১১টায় স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্পেনে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। মতবিনিময় সভায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, মানিট্রান্সফার এজেন্ট ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সরাওয়ার মাহমুদ বলেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করলে বাংলাদেশ সরকারের প্রণোদনা প্রাপ্তির সুযোগ যেমন থাকে, তেমনি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব। তিনি ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের বসবাসের দিক দিয়ে স্পেন দ্বিতীয় স্থানে অবস্থান করছে জানিয়ে বলেন, স্পেন থেকে এখনো রেমিটেন্স প্রেরণের পরিমাণ প্রত্যাশিত অনুপাতে হচ্ছে না। রাষ্ট্রদূত এ ব্যাপারে স্পেনের সকল প্রবাসীদের কাছে বাংলাদেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রত্যেকের আগ্রহের কথা উল্লেখ করার পাশাপাশি বিভিন্ন মানিট্রান্সফার কোম্পানির ‘কম্পøায়ান্স ইস্যু’ বর্ণনা করে সেসব সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য দূতাবাসকে অনুরোধ জানান। এতে করে বৈধ পন্থায় রেমিটেন্স প্রবাহের গতি আরো বৃদ্ধি পাবে বলে তারা উল্লেখ করেন। এসময় দূতাবাসের পক্ষ থেকেও করণীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সাধারণ সম্পাদক ও মানিট্রান্সফার ব্যবসায়ী মিল্টন ভূইয়া কচি, কমিউনিটি নেতা এসএম আহমেদ মনির, মানিট্রান্সফার ব্যবসায়ী মোহাম্মদ আবু বকর, কাইয়ূম আহমেদ মাসুক, ইকবাল হোসেন, মঈন উদ্দিন, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য কবির আল মাহমুদ, সাংবাদিক একেএম জহিরুল ইসলাম প্রমূখ।