ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান : স্পেন রাষ্ট্রদূত

জনপ্রিয় অনলাইন
  • আপডেট সময় : ১০:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

স্পেনের বার্সেলোনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ‘সর্বজনীন পেনশন স্কিম’-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বার্সেলোনায় ‘কাসা বাংলা’ রেস্তোরাঁয় আয়োজিত সর্বজনীন  পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, পেনশন স্কিমের অর্থ করমুক্ত এবং প্রবাস থেকে প্রেরণে ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনাও মিলবে। এ স্কিমে দীর্ঘমেয়াদে প্রবাসীরাসহ দেশ উপকৃত হবে। প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা পেনশন স্কিমের মাধ্যমে নিশ্চিত হয় বলে সরকার এ বিষয়কে  অধিক গুরুত্ব দিচ্ছে। তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা সকলের কাছে যথাযথভাবে পৌঁছানোর অনুরোধ জানান।

সভায় কাউন্সেলর (কমার্শিয়াল) রেদোয়ান আহমেদ ও কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া ও নানা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। তারা জানান, সরকার প্রবাসীদের অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষিত করার প্রয়াসে প্রবাসীদের জন্যও সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। প্রবাসীরা সহজেই বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশিয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন।

এসময় পেনশন স্কিম প্রসঙ্গে স্থানীয় প্রবাসীদের নানা প্রশ্নের জবাব দেন কাউন্সেলরবৃন্দ। সভায় স্থানীয় বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান : স্পেন রাষ্ট্রদূত

আপডেট সময় : ১০:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

স্পেনের বার্সেলোনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের ‘সর্বজনীন পেনশন স্কিম’-এ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বার্সেলোনায় ‘কাসা বাংলা’ রেস্তোরাঁয় আয়োজিত সর্বজনীন  পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, পেনশন স্কিমের অর্থ করমুক্ত এবং প্রবাস থেকে প্রেরণে ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনাও মিলবে। এ স্কিমে দীর্ঘমেয়াদে প্রবাসীরাসহ দেশ উপকৃত হবে। প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা পেনশন স্কিমের মাধ্যমে নিশ্চিত হয় বলে সরকার এ বিষয়কে  অধিক গুরুত্ব দিচ্ছে। তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা সকলের কাছে যথাযথভাবে পৌঁছানোর অনুরোধ জানান।

সভায় কাউন্সেলর (কমার্শিয়াল) রেদোয়ান আহমেদ ও কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া ও নানা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। তারা জানান, সরকার প্রবাসীদের অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষিত করার প্রয়াসে প্রবাসীদের জন্যও সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। প্রবাসীরা সহজেই বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশিয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন।

এসময় পেনশন স্কিম প্রসঙ্গে স্থানীয় প্রবাসীদের নানা প্রশ্নের জবাব দেন কাউন্সেলরবৃন্দ। সভায় স্থানীয় বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।