স্পেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন
বিজনেস এসোসিয়েশন এন কাতালোনিয়ার সাধারণ সভা অনুষ্টিত
- আপডেট সময় : ০৪:১৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৬৯৭ বার পড়া হয়েছে
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিজনেস এসোসিয়েশন এন কাতালোনিয়ার সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গত ৭ই ডিসেম্বর রবিবার বার্সেলোনার স্হানীয় একটি হলে সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আফতাব নজরুল ইসলাম,আফাজ জনি, আমিন আলী রফিক, শফিউল আলম শফি, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, এলাইস মিয়া, নজরুল ইসলাম আবির, ইকবাল বকসি,সাব্বির রহমান, আব্দুল জব্বার খচরু,তুতিউর রহমান,বিলাল আহমদ,কবির আহমদ,নজরুল ইসলাম,এমরান হোসাইন,জুবায়ের আহমেদ,নজরুল হক অপি,আনোয়ার হোসেন,জসিম উদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ । আলোচনা সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে বিজনেস এসোসিয়েশনের নামে নি্জস্ব ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস কেনার জন্য প্রস্তাব রাখলে উপস্তিতিরা সম্মতি প্রকাশ করেন এবং পদক্ষেপ গ্রহনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান কেনা স্মর্পকিত সমন্বয় কমিটির সদস্যরা হলেন, শিপলু আহমেদ নিয়াজী,জসিম উদ্দিন,আফতাব নজরুল ইসলাম,আমীন আলী রফিক,শফিউল আলম শফি,জাহাঙ্গীর আলম, শাব্বীর রহমান,নজরুল ইসলাম,বিলাল আহমেদ,নজরুল ইসলাম আবির,ইকবাল বকশী,আনোয়ার হোসেন,নুরু,এলাইস মিয়া,আইন উদ্দিন ।
সভায় বক্তরা ব্যবসা পরিচালনায় সিটি করপোরেশন পরিবর্তিত বর্তমান কিছু আইনের উল্লেখ করেন যা সাধারণ ব্যবসায়ীর প্রতিকুলে তাই এ বিষয়ে সংগঠনের আইনজীবির মাধ্যমে স্হানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করারও প্রস্তাব রাখেন ।