ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রবাসীরা কোয়ারেন্টিন মানছেন না, কী বিকল্প ভাবছে বেবিচক?

জনপ্রিয় অনলাইন
  • আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১ ৭৩৫ বার পড়া হয়েছে

গত বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে আসা দুই শতাধিক যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাগবিতণ্ডা শুরু করেন। গোঁ ধরেন, কিছুতেই কোয়ারেন্টিনে যাবেন না তারা। একপর্যায়ে চিৎকার চেঁচামেচি করে অবস্থান নেন হেলথ ডেস্কের সামনে। যাত্রীদের এমন আচরণে বিব্রত হন বিমানবন্দরের কর্মকর্তারা। ৩ ঘণ্টারও বেশি সময় ধরে তাদের বোঝানোর চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী ও অন্যরা। কোয়ারেন্টিন নিয়ে এমন পরিস্থিতিতেই পড়তে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।

বাগবিতণ্ডার মধ্যেই শেষ নয়। কেউ আবার কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়ে বাড়িতে চলে গেছেন। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে যাত্রী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, প্রায়ই যাত্রীদের কোয়ারেন্টিনে পাঠানো নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেকে তো বিমানবন্দরে ভাঙচুরের চেষ্টাও চালান। তাদের কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়ে বারবার বোঝালেও মানতে চান না।

জানা গেছে, সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে অনাগ্রহ প্রকাশ করায় সরকার ২৫টি হোটেল নির্ধারণ করে দেয়। সেখানে প্রবাসীরা নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে পারবেন। তবে সেখান থেকেও পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

৩১ মার্চ কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য প্রবাসী দুজনকে সাত দিনের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে কোয়ারেন্টিনে ছিলেন। দুজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি। কোয়ারেন্টিনে থাকাকালীন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তারা। কিন্তু রিপোর্ট আসার আগেই পালিয়ে যান।

তার আগে ২০ মার্চ সিলেটের হোটেল ব্রিটানিয়া থেকে এক পরিবারের নয় সদস্য কোয়ারেন্টিন অবস্থায় পালিয়ে গ্রামের বাড়ি চলে যান। ১৮ মার্চ যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন মা ও ছেলে। কোয়ারেন্টিনে থাকতে তারা লা ভিস্তা হোটেলে ওঠেন। দুদিন পরেই সেই হোটেলে অর্ধশতাধিক অতিথিকে দাওয়াত করে এনে বিয়ে করেন সেই ছেলে।

বেবিচকের এক কর্মকর্তা বলেন, যাত্রীরা দেশে এসে ঠিকভাবে কোয়ারেন্টিন পালন করলে ফ্লাইট বাতিলের প্রয়োজন হতো না। কেউই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে চান না। তারা বলেন হোম কোয়ারেন্টিনে যাবেন। কিন্তু আমরা দেখেছি হোম কোয়ারেন্টিনও কোনও প্রবাসী মানেননি। এখন ফ্লাইট বাতিল ছাড়া বিকল্প নেই।

যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হলে ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিনের জন্য বাধ্যতামূলক করা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। পরে ১৫ জানুয়ারি ৪ দিন ও পরে ৭ দিনের কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে ২৯ মার্চ দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। সেখানে বলা হয়, বিদেশ ফেরত যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। পরের দিন ৩০ মার্চ শুধু যুক্তরাজ্যসহ ইউরোপের যেকোনও দেশ থেকে এলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশনা জারি করা হয়।

তবে ৩১ মার্চ আসে নতুন নির্দেশনা। তাতে বলা হয়, যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ। ওই ১২টি দেশ হচ্ছে, আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্দান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঝুঁকিপূর্ণ দেশের তালিকা অনুসরণ করেই যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিস্থিতি ভালো হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরিস্থিতি বুঝে ফ্লাইট কমানো কিংবা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার বাইরে রাখা প্রসঙ্গে মফিদুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সেখানে (ইউকে) অবস্থার উন্নতি হচ্ছে। তাছাড়া দেশটিতে আমাদের অনেক নাগরিক থাকেন। এ বিবেচনায় যুক্তরাজ্যকে বাদ রেখেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রবাসীরা কোয়ারেন্টিন মানছেন না, কী বিকল্প ভাবছে বেবিচক?

আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

গত বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে আসা দুই শতাধিক যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাগবিতণ্ডা শুরু করেন। গোঁ ধরেন, কিছুতেই কোয়ারেন্টিনে যাবেন না তারা। একপর্যায়ে চিৎকার চেঁচামেচি করে অবস্থান নেন হেলথ ডেস্কের সামনে। যাত্রীদের এমন আচরণে বিব্রত হন বিমানবন্দরের কর্মকর্তারা। ৩ ঘণ্টারও বেশি সময় ধরে তাদের বোঝানোর চেষ্টা করেন স্বাস্থ্যকর্মী ও অন্যরা। কোয়ারেন্টিন নিয়ে এমন পরিস্থিতিতেই পড়তে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।

বাগবিতণ্ডার মধ্যেই শেষ নয়। কেউ আবার কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়ে বাড়িতে চলে গেছেন। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে যাত্রী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, প্রায়ই যাত্রীদের কোয়ারেন্টিনে পাঠানো নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেকে তো বিমানবন্দরে ভাঙচুরের চেষ্টাও চালান। তাদের কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়ে বারবার বোঝালেও মানতে চান না।

জানা গেছে, সরকার নিয়ন্ত্রিত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে অনাগ্রহ প্রকাশ করায় সরকার ২৫টি হোটেল নির্ধারণ করে দেয়। সেখানে প্রবাসীরা নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে পারবেন। তবে সেখান থেকেও পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

৩১ মার্চ কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য প্রবাসী দুজনকে সাত দিনের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে কোয়ারেন্টিনে ছিলেন। দুজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি। কোয়ারেন্টিনে থাকাকালীন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন তারা। কিন্তু রিপোর্ট আসার আগেই পালিয়ে যান।

তার আগে ২০ মার্চ সিলেটের হোটেল ব্রিটানিয়া থেকে এক পরিবারের নয় সদস্য কোয়ারেন্টিন অবস্থায় পালিয়ে গ্রামের বাড়ি চলে যান। ১৮ মার্চ যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন মা ও ছেলে। কোয়ারেন্টিনে থাকতে তারা লা ভিস্তা হোটেলে ওঠেন। দুদিন পরেই সেই হোটেলে অর্ধশতাধিক অতিথিকে দাওয়াত করে এনে বিয়ে করেন সেই ছেলে।

বেবিচকের এক কর্মকর্তা বলেন, যাত্রীরা দেশে এসে ঠিকভাবে কোয়ারেন্টিন পালন করলে ফ্লাইট বাতিলের প্রয়োজন হতো না। কেউই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে চান না। তারা বলেন হোম কোয়ারেন্টিনে যাবেন। কিন্তু আমরা দেখেছি হোম কোয়ারেন্টিনও কোনও প্রবাসী মানেননি। এখন ফ্লাইট বাতিল ছাড়া বিকল্প নেই।

যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হলে ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিনের জন্য বাধ্যতামূলক করা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। পরে ১৫ জানুয়ারি ৪ দিন ও পরে ৭ দিনের কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে ২৯ মার্চ দুই সপ্তাহের জন্য ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। সেখানে বলা হয়, বিদেশ ফেরত যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। পরের দিন ৩০ মার্চ শুধু যুক্তরাজ্যসহ ইউরোপের যেকোনও দেশ থেকে এলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশনা জারি করা হয়।

তবে ৩১ মার্চ আসে নতুন নির্দেশনা। তাতে বলা হয়, যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ। ওই ১২টি দেশ হচ্ছে, আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্দান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঝুঁকিপূর্ণ দেশের তালিকা অনুসরণ করেই যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিস্থিতি ভালো হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরিস্থিতি বুঝে ফ্লাইট কমানো কিংবা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার বাইরে রাখা প্রসঙ্গে মফিদুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সেখানে (ইউকে) অবস্থার উন্নতি হচ্ছে। তাছাড়া দেশটিতে আমাদের অনেক নাগরিক থাকেন। এ বিবেচনায় যুক্তরাজ্যকে বাদ রেখেছি।