বিএনপি বিদেশি চিকিৎসক আনার পদক্ষেপ নিচ্ছে না: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ৬২৯ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনতে সরকার থেকে বলা হয়েছে। কিন্তু বিএনপি সেটা নিয়ে চিন্তা করছে না। কোনো পদক্ষেপও নিচ্ছে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন। এর আগে বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, তাতে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি দিলে সরকার সম্মানিত হবে।
বিএনপি এমপির এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, বিএনপির সবাই বলেন তাদের নেত্রীকে এখনই বিদেশে পাঠাতে হবে। আর তার চিকিৎসা করাতে হবে বিদেশে। এ দেশের চিকিৎসা নাকি খুব খারাপ! বিএনপি নেত্রী খালেদা জিয়া তিন তিনবার হাসপাতালে গেছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
তিনি বলেন, ‘আমরা বলেছি বিদেশ থেকে যদি ডাক্তার আনতে হয়, আনেন। সেই লাইনে কোনো দিন হাঁটবে না। সেই কথা চিন্তাও করবে না। সে বিষয়ে পদক্ষেপও নেবে না। শুধু বলবেন বিদেশ পাঠিয়ে দিতে।’
আনিসুল হক বলেন, বিএনপি তো ২৬ বছর ক্ষমতায় ছিল। তারা সেবা করেননি, শাসন করেছেন। তারা কি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করেছেন?
এর আগে বিশেষ আলোচনায় অংশ নিয়ে বিএনপির হারুনুর রশিদ বলেন, ‘আমি একাধিকবার সংসদ নেতার সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, আজকে তার (খালেদা জিয়া) শারীরিক যে অবস্থা ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনার অনুমতি দিতে অসুবিধা কোথায়? আপনি তাকে বিদেশে চিকিৎসার সুযোগটি দিন। এতে আপনি সম্মানিত হবেন। দেশের মানুষ আপনাকে অবশ্যই সম্মান করবে।’