কুলাউড়া এসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ১২:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ৭৬৩ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এন কাতালোনিয়া তাদের সাংগঠনিক সার্বিক বিষয় নিয়ে আয়োজন করে জরুরী সভার।
গত ১২ই জুলাই রোজ সোমবার বার্সেলোনার স্থানীয় একটি হলে এসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার হাসানের পরিচালনায় সাংগঠনিক বিভিন্ন কর্ম পরিচালনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা আব্দুল কাদির, আবুল কালাম আজাদ, আব্দুল আহাদ, সহ সভাপতি তুতিউর রহমান, সহ সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন এবং প্রথম সদস্য আফাজ জনি।
সভায় বর্তমান কার্যকরি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংবিধানিক নিয়মে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন সভাপতি শিপলু আহমেদ নিয়াজী। এ সময় তিনি এসোসিয়েশন পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগীতার কথা উল্লেখ করে কমিটির পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা থেকে আব্দুল কাদির, আবুল কালাম আজাদ, আব্দুল আহাদ এবং আফাজ জনি কে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী ১৫ দিনের ভিতর ২০২১-২০২৩ সেশনের কমিটি গঠন করে দেয়ার অনুরোধ জানানো হয়।