রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা

- আপডেট সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ১০৬৪ বার পড়া হয়েছে
আজ রোববার বিকালে রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের পরিচালনায় এবং এসোসিয়েশনের উপদেষ্টা জনাব মো. আব্দুল মুহিত মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আসিফ আযহার, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য মতিউর চৌধুরী, ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মখিছুর রহমান, ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আলহাজ্জ্ব দুলাল আহমদ প্রমুখ । বক্তব্য শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করেন মেধাবী ছাত্র মো. এহতেশামুল হক হীরা, এসোসিয়েশনের উপদেষ্টা ল্যান্স কর্পোরাল হেলাল আহমদ, এসোসিয়েশনের উপদেষ্টা প্রবাসী মখলিছুর রহমান, এসোসিয়েশনের আজীবন সদস্য তারেক কামাল খান ও এসোসিয়েশনের সভাপতি হাবিব আহমদ চৌধুরী বাবুল।