‘বার্সেলোনা অ্যাকটিভা’ দিচ্ছে ভর্তুকি ও অনুদান, পেতে পারেন সর্বোচ্চ ১৫ হাজার ইউরো

- আপডেট সময় : ০৩:১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় স্থানীয় সিটি কাউন্সিল ও বার্সেলোনা অ্যাক্টিভার মাধ্যমে, ২ মিলিয়ন ইউরো বরাদ্দ এবং আনুমানিক ২৩৫ জন নতুন নিয়োগের মাধ্যমে বিভিন্নভাবে ব্যবসায় ক্ষতিগ্রস্তদের ভর্তুকি ও বিভিন্ন শ্রেণীর বিপাকে পড়া নাগরিকদের অর্থনৈতিক অনুদান প্রদান করছে। ‘বার্সেলোনা অ্যাকটিভা’ এর মাধ্যমে ৬ হাজার ইউরো থেকে সর্বোচ্চ ১৫ হাজার ইউরো প্রদান করবে। এক্ষেত্রে আগ্রহীরা প্রয়োজনীয় তথ্যাবলী, নির্ধারিত ফরম পূরণ করে নিজেরাই আবেদন করতে পারবেন।
‘বার্সেলোনা অ্যাক্টিভা’ এর ‘ক্রেয়া ফেইনা বার্সেলোনা ২০২৫’ প্রজেক্টের অংশ হিসেবে আগ্রহীরা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এ সংক্রান্ত বিষয় নিয়ে আজ ২৮ জুলাই, সোমবার দুপুর ২২টায় কাসাল দে বারিয়ো (কাইয়ে রেইনো আমালিয়া ৩১) এ তথ্য সেশন এর আয়োজন করা হয়েছে। আগ্রহীরা এ সেশনে যোগ দিয়ে বিস্তারিত জানতে পারবেন।
‘ক্রেয়া ফেইনা বার্সেলোনা ২০২৫’ প্রজেক্টে কোম্পানীগুলো প্রতিটি নতুন চুক্তির জন্য ১৫ হাজার ইউরো পর্যন্ত ভর্তুকি পেতে পারে।
এই প্রজেক্ট বা প্রোগ্রামের অংশ হিসেবে আরো যারা ভর্তুকি/অনুদান পাবেন; তারা হলেন
* ৩০ বছরের কম বয়সী ব্যক্তি যারা তাদের প্রথম চাকরি খুঁজছেন, দীর্ঘমেয়াদী বেকার ব্যক্তি বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা (৬ হাজার ইউরো – ৮ হাজার ইউরো)
* ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তিরা (১২ হাজার ইউরো – ১৫ হাজার ইউরো)
* সামাজিক প্রভাব সৃষ্টিকারী প্রতিষ্ঠানে নিয়োগকৃত ব্যক্তিরা (১২ হাজার ইউরো – ১৫ হাজার ইউরো)
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হিসেবে নিম্নলিখিত যে কোনো একটি বিবেচিত হবে:
* ইউরোপীয় ইউনিয়নের বাইরের অভিবাসী
* প্রতিবন্ধী ব্যক্তি
* লিঙ্গভিত্তিক সহিংসতা বা গার্হস্থ্য সহিংসতার শিকার
* নাবালকদের সুরক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তরুণ
* কারাগারে থাকা বা সাবেক বন্দী ব্যক্তি
* মাদকাসক্তি থেকে পুনরুদ্ধার প্রক্রিয়ায় থাকা ব্যক্তি
* ট্রান্স ব্যক্তি
* জাতিগত সংখ্যালঘু
* সামাজিক সংযোজন প্রোগ্রামে অংশগ্রহণকারী
এছাড়াও সরকারি পরিষেবার মাধ্যমে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত, যেমন:
* একক অভিভাবক পরিবার
* গৃহহীন ব্যক্তি
* দীর্ঘমেয়াদী বেকার ব্যক্তি (বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সী)
* ২৫ বছরের কম বয়সী তরুণ যাদের সমস্যা রয়েছে
* ইউরোপীয় ইউনিয়নের বাইরের অভিবাসী
* পরিবারের সকল সদস্য বেকার
* পতিতাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তি
* মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি
আবেদনের জন্য যোগ্য হলে প্রয়োজনীয় নথিপত্র:
* স্বাক্ষরিত আবেদন ফর্ম
* প্রতিষ্ঠান বা পেশাদারের আইনি নথিপত্র
* নোটারি পাওয়ার বা পরিচয়পত্র
* ব্যাংক অ্যাকাউন্ট সার্টিফিকেট
* নিয়োগকৃত ব্যক্তির নথিপত্র (পরিচয়পত্র, কর্মজীবনের প্রতিবেদন, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সদস্যতার প্রমাণ যদি প্রযোজ্য হয়, শ্রম চুক্তি, সামাজিক নিরাপত্তায় নিবন্ধন এবং/বা IDC)
চুক্তিগুলি অবশ্যই পূর্ণকালীন এবং স্থায়ী প্রকৃতির হতে হবে, এবং নিয়োগকৃত ব্যক্তিকে বার্সেলোনা শহরে নিবন্ধিত হতে হবে।
প্রোগ্রামের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: barcelonactiva.cat/creafeina2025
এছাড়াও তথ্য জানতে মেইল করতে পারবেন punteconomiccv@barcelonactiva.cat
এবং creafeina@barcelonactiva.cat