তুলুজে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা

- আপডেট সময় : ০৫:১৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
ফ্রান্সের তুলুজের বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জুলাই ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা তুলুজের এফএফসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। তুলুজে বসবাসরত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং পরিচালনা করেন যৌথ ভাবে তুলুজ বিএনপি নেতা রাসেল মিয়া ও খাইরুল ইসলাম ।
অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রবীণ বিএনপি নেতা আবুল কালাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তুলুজের প্রবীণ ব্যক্তিত্ব মোঃ মোতালেব মিয়া । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ফেরদৌস খান, আব্দুর রহিম,ফরহাদ মিয়া,লিপু আহমেদ,আব্দুর রহিম আকাশ,জামিল আহমেদ,শামিম চৌধুরী ও শফিক মিয়া প্রমূখ। পরে জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়।