ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বার্সেলোনায় বাঙালীর প্রাণের উৎসব ‘বাংলার মেলা ২০২২’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ৩০২ বার পড়া হয়েছে

স্পেনের বার্সেলোনায়  বাঙালীর  প্রাণের  উৎসব ‘বাংলার মেলা ২০২২’  সম্পন্ন হয়েছে। গত ১৬ই জুলাই  বার্সেলোনার  মাকবা  স্কয়ারে আসোসিয়াসিয়ন  কুলতুরাল  ই উমানিতারিয়া  দে  বাংলাদেশ  এন কাতালোনিয়া’ র  উদ্যোগে  আয়োজিত  এ বাংলা  মেলা পরিণত হয় প্রবাসী বাঙালীদের মিলন মেলায়। নারী-পুরুষ, শিশু কিশোরদের সাজ ছিল চোখে পড়ার মতো। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ মেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আসা কন্ঠশিল্পী উপমা ও স্থানীয় শিল্পী ইমতিয়াজ বাবু,জিনাত শফিক, মঞ্জু স্বপন,অহনা দিবা,রাজু গাজী,তন্ময় এর মন মাতানো  সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকরা উপভোগ করেন হাজারো  প্রবাসী  বাঙালী। মেলায় দেশীয় খাবার আর পণ্যসামগ্রী দিয়ে সাজানো হয় স্টলগুলো। খাবারের তালিকায় নানা রকমের পিঠা, চটপটি, ফুস্কা, হালুয়া,  ঝালমুড়িতো ছিলোই; বাদ পড়েনি পান সুপারিও। উমানিতারিয়া দে বাংলাদেশের প্রধান আহবায়ক আলা উদ্দিন হক নেছা  সভাপতিত্বে উপস্হিত ছিলেন  বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদুত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এনডিসি,বার্সেলোনা অনারারী কনস্যুলার রামন পেদ্র বারনাউস,পৌরসভার ও কাতালুনিয়ার প্রশাসনিক কর্মকর্তাসহ স্প্যানিশ মানবাধিকার কর্মীরা। আমন্ত্রিত হন বাংলা মেলা উদযাপন পরিষদের সদস্যবৃন্দসহ বার্সেলোনার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলামেলার আয়োজকরা জানান,  প্রবাসে বাঙালী নব প্রজন্ম যাতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতির সাথে পরিচিত হয়ে বেড়ে উঠতে পারে, সেজন্যই এ বাংলা মেলার আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বার্সেলোনায় বাঙালীর প্রাণের উৎসব ‘বাংলার মেলা ২০২২’

আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২

স্পেনের বার্সেলোনায়  বাঙালীর  প্রাণের  উৎসব ‘বাংলার মেলা ২০২২’  সম্পন্ন হয়েছে। গত ১৬ই জুলাই  বার্সেলোনার  মাকবা  স্কয়ারে আসোসিয়াসিয়ন  কুলতুরাল  ই উমানিতারিয়া  দে  বাংলাদেশ  এন কাতালোনিয়া’ র  উদ্যোগে  আয়োজিত  এ বাংলা  মেলা পরিণত হয় প্রবাসী বাঙালীদের মিলন মেলায়। নারী-পুরুষ, শিশু কিশোরদের সাজ ছিল চোখে পড়ার মতো। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ মেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আসা কন্ঠশিল্পী উপমা ও স্থানীয় শিল্পী ইমতিয়াজ বাবু,জিনাত শফিক, মঞ্জু স্বপন,অহনা দিবা,রাজু গাজী,তন্ময় এর মন মাতানো  সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকরা উপভোগ করেন হাজারো  প্রবাসী  বাঙালী। মেলায় দেশীয় খাবার আর পণ্যসামগ্রী দিয়ে সাজানো হয় স্টলগুলো। খাবারের তালিকায় নানা রকমের পিঠা, চটপটি, ফুস্কা, হালুয়া,  ঝালমুড়িতো ছিলোই; বাদ পড়েনি পান সুপারিও। উমানিতারিয়া দে বাংলাদেশের প্রধান আহবায়ক আলা উদ্দিন হক নেছা  সভাপতিত্বে উপস্হিত ছিলেন  বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদুত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এনডিসি,বার্সেলোনা অনারারী কনস্যুলার রামন পেদ্র বারনাউস,পৌরসভার ও কাতালুনিয়ার প্রশাসনিক কর্মকর্তাসহ স্প্যানিশ মানবাধিকার কর্মীরা। আমন্ত্রিত হন বাংলা মেলা উদযাপন পরিষদের সদস্যবৃন্দসহ বার্সেলোনার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলামেলার আয়োজকরা জানান,  প্রবাসে বাঙালী নব প্রজন্ম যাতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতির সাথে পরিচিত হয়ে বেড়ে উঠতে পারে, সেজন্যই এ বাংলা মেলার আয়োজন।