খারাপ লোককে নির্বাচন করলে আমার খারাপ লাগে : মরিয়ম নওয়াজ

- আপডেট সময় : ০৫:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ১০৫৭ বার পড়া হয়েছে
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ ফের প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করলেন।
তিনি বলেছেন, আমাদের দেশ ক্লান্ত হয়ে পড়েছে। প্রিয় নির্বাচকরা, পাকিস্তানের সাথে আবারো এমন করবেন না … নির্বাচকরা খারাপ কোনো লোককে নির্বাচন করলে আমার খারাপ লাগে। কারণ দিনশেষে দেশটি আমাদেরই। মৌলিক সুবিধা না পেয়ে কৃষক থেকে শুরু করে শ্রমিক, দিনমজুর ও ব্যবসায়ীরা হতাশ।
মরিয়ম আরও বলেন, ভোটাররা আবারও তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) ক্ষমতায় নিয়ে এসে দেশকে অগ্নি পরীক্ষার মুখোমুখি করবেন না। পাকিস্তানের ওয়াজিরাবাদে নির্বাচনী জনসভায় গত মঙ্গলবার বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
এসময় সাধারণ জনতাকে মরিয়ম নওয়াজ প্রশ্ন করেন, পিটিআই সরকার যে এক কোটি চাকরির এবং ৫০ লাখ বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখান থেকে কেউ চাকরি বা বাড়ি পেয়েছে কি না?
সূত্র : এএনআই