কবির আল মাহমুদ : বাংলাদেশ
জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, ষড়যন্ত্রমুলক
মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির
দাবীতে স্পেনের রাজধানী মাদ্রিদে লিফলেট বিতরণ করেছেন স্পেন বিএনপির সাধারন
সম্পাদক আব্দুল কায়ূম পংকির নেতৃত্বে স্পেন বিএনপি।
গত ৫এপ্রিল রাত ৮টায় দলীয়
নেতাকর্মীর উপস্থিতিতে বাঙালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকায় বিভিন্ন ব্যবসা
প্রতিষ্টান ও বিপনী বিতানে চলমান লিফলেট বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।এ সময়
নেতৃবৃন্দ বর্তমান সরকারকে অবৈ্ধ ও অগণতান্ত্রিক উল্লেখ করে বেগম খালেদার মুক্তি
দাবী করেন।এবং যদি তাদের নেত্রীকে অতিসত্বর কারামুক্ত না করেন তাহলে তারা প্রবাস
থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলার ও হুমকি দেন।
এসময় উপস্থিত ছিলেন,বিএনপিনেতা সুহেল আহমেদ সামসু , সাইফুল ইসলাম ,সুহেল ভূইয়া ,মখলিসুর রহমান দিদার ,রমিজ উদ্দিন ,আবু জাফর রাসেল ,জেন্স সিপার ,হুমায়ুন কবির রিগ্যান ও ইকবাল
হোসাইন প্রমুখ।
Post a Comment