মোহা : আব্দুল মালেক হিমু,ফ্রান্স
: স্মরণকালের
ভয়াবহ বন্যায় ফ্রান্সের প্যারিসসহ অনেক এলাকা জনজীবন বিপর্যস্ত।
গত কয়েক দিনের টানা
বর্ষনে ফলে ফ্রান্সের মধ্যাঞ্চলসহ প্যারিসের বেশ কয়েকটি জায়গা বন্যায় প্লাবিত হয়েছে।
বন্যার পানি বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত লুভর মিউজিয়াম। সরিয়ে নেয়া
হয়েছে গুরুত্বপূর্ণ শিল্পকর্ম । নদীর তীরে দেয়া হয়েছে জরুরি বন্যানিয়ন্ত্রণ বাঁধ ।
বন্যা ও প্রবল ঝড়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল
ভ্যালস । প্যারিসের অদূরে সেন্ট জর্জি এলাকায় বসবাসকারী দুই বাংলাদেশি পরিবারও এ বন্যায়
আক্রান্ত হন। মানুষ মানুষের জন্য এ উপলব্ধি করে রোববার অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন
(আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ তাদের খোঁজ নিতে বন্যাকবলিত এলাকায় যান। এসময় বন্যা
কবলিত সিলেট গোলাপগঞ্জের সুহেন আহমদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন ও তার পরিবারের
খোঁজ-খবর নেন। সুহেন আহমদ জানান, বন্যা কবলিত হওয়ার পর তিনি ফ্রান্সের সরকারি ব্যবস্থাপনায়
তিনি হোটেলে অবস্থান করছেন এবং নিরাপদে রয়েছেন।
তিনি আয়েবা মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা
জানিয়ে বলেন, একজন কমিউনিটি নেতা হিসেবে এই দুর্যোগময় সময়ে এসে আপনি যে নজির সৃষ্টি
করলেন তা তুলনাহীন। তিনি বলেন আশা করি কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দরাও যেকোন বাংলাদেশির
বিপদে-আপদে ও সুখে-দুঃখে এভাবে পাশে এসে দাঁড়াবেন। এসময় আয়েবা মহাসচিব বাংলা সময় সংবাদকে
ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদে প্রচারের পর বিষয়টি আমার দৃষ্টিতে আসে, একজন বাংলাদেশি
হিসাবে মনে করি এমন দুর্যোগময় মুহুর্তে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। কারো বিপদে
পাশে থেকে মানুষ শক্তি দেয়াটা অনেক জরুরী বলে আমি মনে করি। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন
(আয়েবা) সবসময় বাংলাদেশিদের পাশে ছিল আছে এবং থাকবে।
Post A Comment:
0 comments: