বার্সেলোনা, স্পেন | শুক্রবার , ২০ আগস্ট ২০২১ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

২১ বছর পর সৌদি থেকে লাশের কফিনে দেশে ফিরলেন ফয়সাল

প্রতিবেদক
jonoprio24
আগস্ট ২০, ২০২১ ৫:২২ পূর্বাহ্ণ

বাবা-মা ও সাত ভাই-বোনের দায়িত্ব নিতে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। সেখানে গাড়ি চালানোর আয়ে পরিবারে খরচ মিটিয়েছেন। পাশাপাশি সহায়তা করেছেন অসহায় ও দ.রিদ্র পরিবারের শিক্ষার্থীদের। দীর্ঘ ২১ বছরের বেশি সময় প্রবাসে থেকে অবশেষে লা.শে.র ক.ফিনে দেশে ফিরলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা এলাকার ফয়সাল আহমেদ শরীফ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক ক.বরস্থা.নে ফয়সালের দাফন সম্পন্ন হয়। তিনি সাবেক ইউপি সদস্য সৈয়দ আহমেদ শরীফের তৃতীয় ছেলে।

এর আগে, গত ৪ আগস্ট সৌদি আরবের জেদ্দা প্রদেশের কিং আব্দুল আজিজ হাসপাতালে হৃদরোগে আক্রন্ত হয়ে তার মৃত্যু হয়। পরে ১৮ আগস্ট দুপুর ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনে তার ম.র.দে.হ এসে পৌঁছায়। তখন তার ছোট ভাই লা.শ.টি গ্রহণ করেন।
ফয়সাল আহমেদ শরীফের ভাতিজা গোলাম রাব্বি শরীফ জানান, তার চাচা ২১ বছরের বেশি সময় সৌদি আরবে থেকেছেন। সৌদিতে থাকাকালে ইন্দোনেশিয়ান লিনা নামের এক নারীকে বিয়ে করেছিলেন। সেখানে মোহাম্মদ শরীফ নামে সাত বছর বয়সী একজন ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফয়সাল আহমেদ ১৯৯৯ সালে সৌদি আরব যান। পরিবারের পাশাপাশি এলাকার অনেক অসহায় ছাত্র-ছাত্রীর পড়াশোনার খরচ চালাতেন তিনি। এছাড়া বাড়িতে মসজিদ-মাদরাসা ঈদগাহ মাঠসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। ‘আমাদের পাথরঘাটা’ নামে তিনি একটি অনলাইন নিউজ পোর্টালেরও প্রতিষ্ঠাতা ছিলেন।

সর্বশেষ - অভিবাসন