হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৪:১৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৩৮৫ বার পড়া হয়েছে
ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশের হবিগঞ্জ জেলা। সুফি সাধকের এই জেলার বাসিন্দাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও ভুমিকা ছিলো অপরিসীম। হবিগঞ্জ বাসী পৃথিবীর যেখানেই আছেন সেখানেই তারা সামাজিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে তাদের শক্ত অবস্থান গড়ে তুলছেন। মাদ্রিদেও এর ব্যাতিক্রম ঘটেনি। গত ২৪ ডিসেম্বর মাদ্রিদের বাংলাদেশি অধ্যাসিত বাংলা টাউন রেষ্টুরেন্টে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের আহবায়ক কমিটির উদ্যোগে এক সাধারণ সভার আয়োজন করা হয়। আহবায়ক কমিটির সভাপতি আব্দুল মোজাক্কির মিয়ার সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য সায়েদ মিয়ার সঞ্চালনায়,
এতে সর্বসম্মতি ক্রমে আলি হোসেন চৌধুরী কে সভাপতি, হাফিজ মিয়া কে সিনিয়র সহ সভাপতি, রুবেল রানা কে সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইফুল আমিন কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খিজির আহমেদ কে সাংগঠনিক সম্পাদক এবং মিজান চৌধুরী কে প্রথম সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন,হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের প্রধান উপদেষ্টা আব্দুল মোজাক্কির। এসময় উপস্থিত ছিলেন,সংঘটনের সাবেক সভাপতি আব্বাসউদ্দিন, সংঘটনের উপদেষ্টা সায়েদ মিয়া সহ সকল উপদেষ্টাবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,মাদ্রিদে বসবাসরত হবিগঞ্জ জেলার সকল প্রবাসী।
উক্ত কমিটি ২ মাস সময়ের ভিতরে অভিষেকের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। পরে নৈশভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।