ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

স্যোসালিষ্ঠ পার্টির বার্সিলোনা সিটি কর্পোরেশন এর নির্বাচনী সভা

লায়েবুর রহমান
  • আপডেট সময় : ১২:৪৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৯১৯ বার পড়া হয়েছে

সমাজতান্ত্রিক দল স্যোসালিষ্ঠ পার্টির নির্বাচনী সভায়

আগামী ২৮শে মে বার্সেলোনার সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দশটি দলের মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীরা চালাচ্ছেন না রকম প্রচার প্রচারনা। বার্সিলোনার সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবাসী বান্ধব জাতীয় মুলধারার রাজনেতিক সমাজতান্ত্রিক দল স্যোসালিষ্ঠ পার্টির নির্বাচনী সভায়  স্প্যানিস নাগরিকদের  পাশা পাশি  বাংলাদেশীরাও অংশগ্রহন করেন ।  ২০শে মে স্হানীয় এক হল রুমে বার্সেলোনায় স্যোসালিষ্ঠ পার্টির মেয়র প্রার্থী  জাউমে কোলবোনি নির্বাচনী প্রচারণা সভায় বর্তমান মেয়র  আদা কোলাউর  বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন,”শুধু ব্লা, ব্লা, ব্লা এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়াগুলি মানুষের জীবনকে উন্নত করে না” তিনি রাভালের নোভা ইস্কোলা মাসানার একটি সমাবেশে হাজারো জনতার মধ্যে বিগত দিনে পৌর মেয়র আদা কোলাউ বার্সেলোনা বাসিন্দাদের “পরিবর্তনের প্রকৃত সুযোগ থেকে” বিচ্ছিন্ন রেখেছেন । শহরের অত্যাধুনিক সরঞ্জাম,পরিস্কার পরিছন্ন.পর্যটকদের নিরাপর্ত্তা সহ অসংখ্য ত্রুটির গুলো তুলে ধরেন ।

তিনি বলেন উল্লেখ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল  স্যোসালিষ্ঠ পার্টি যা করে তা সাধারন জনগনের কল্যানের  জন্য করে থাকে । মেয়র প্রার্থী  জাউমে কোলবোনি নির্বাচনী প্রচারণা সভায় সিউটাট ভেলাকে তিনি   অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে তিনি যদি আগামী ২৮মে জয়লাভ করেন  তবে  ছয় বছরে সিউটাট ভেলাকে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দ করবেন এবং পৌর বাসিন্দাদের বিনিয়োগের অগ্রাধিকার,বিদেশীদের অভিবাসন, কর্মসংস্হান,বাসস্হান সহ সকল সমস্যা সমাধান এবং পৌরসভাকে ইউরোপের মধ্যে  আধুনিক শহরে পরিণত করার প্রতিশ্রুতি দেন এসময় উপস্হিত জনতা করতালীর মধ্যে দিয়ে মেয়র প্রার্থীকে স্বাগত জানান ।

নির্বাচনী সভায় স্হানীয় কাউন্সিলার প্রার্থী আলবার্ট ব্যাটলে,ইবান পেরা, মারিয়া খছে আরতেখা কে সকলের নিকট পরিচয় করিয়ে দেন। আলোচনা সভায় কাতালোনিয়া স্যোসালিষ্ঠ পার্টির শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ ছাড়াও পাকিস্তান,ইন্ডিয়া,বাংলাদেশ, মরক্কো সহ অসংখ্য প্রবাসীরা উপস্হিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্যোসালিষ্ঠ পার্টির বার্সিলোনা সিটি কর্পোরেশন এর নির্বাচনী সভা

আপডেট সময় : ১২:৪৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

আগামী ২৮শে মে বার্সেলোনার সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে দশটি দলের মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীরা চালাচ্ছেন না রকম প্রচার প্রচারনা। বার্সিলোনার সিটি কর্পোরেশন নির্বাচনে প্রবাসী বান্ধব জাতীয় মুলধারার রাজনেতিক সমাজতান্ত্রিক দল স্যোসালিষ্ঠ পার্টির নির্বাচনী সভায়  স্প্যানিস নাগরিকদের  পাশা পাশি  বাংলাদেশীরাও অংশগ্রহন করেন ।  ২০শে মে স্হানীয় এক হল রুমে বার্সেলোনায় স্যোসালিষ্ঠ পার্টির মেয়র প্রার্থী  জাউমে কোলবোনি নির্বাচনী প্রচারণা সভায় বর্তমান মেয়র  আদা কোলাউর  বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন,”শুধু ব্লা, ব্লা, ব্লা এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়াগুলি মানুষের জীবনকে উন্নত করে না” তিনি রাভালের নোভা ইস্কোলা মাসানার একটি সমাবেশে হাজারো জনতার মধ্যে বিগত দিনে পৌর মেয়র আদা কোলাউ বার্সেলোনা বাসিন্দাদের “পরিবর্তনের প্রকৃত সুযোগ থেকে” বিচ্ছিন্ন রেখেছেন । শহরের অত্যাধুনিক সরঞ্জাম,পরিস্কার পরিছন্ন.পর্যটকদের নিরাপর্ত্তা সহ অসংখ্য ত্রুটির গুলো তুলে ধরেন ।

তিনি বলেন উল্লেখ করেন জাতীয় সমাজতান্ত্রিক দল  স্যোসালিষ্ঠ পার্টি যা করে তা সাধারন জনগনের কল্যানের  জন্য করে থাকে । মেয়র প্রার্থী  জাউমে কোলবোনি নির্বাচনী প্রচারণা সভায় সিউটাট ভেলাকে তিনি   অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে তিনি যদি আগামী ২৮মে জয়লাভ করেন  তবে  ছয় বছরে সিউটাট ভেলাকে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দ করবেন এবং পৌর বাসিন্দাদের বিনিয়োগের অগ্রাধিকার,বিদেশীদের অভিবাসন, কর্মসংস্হান,বাসস্হান সহ সকল সমস্যা সমাধান এবং পৌরসভাকে ইউরোপের মধ্যে  আধুনিক শহরে পরিণত করার প্রতিশ্রুতি দেন এসময় উপস্হিত জনতা করতালীর মধ্যে দিয়ে মেয়র প্রার্থীকে স্বাগত জানান ।

নির্বাচনী সভায় স্হানীয় কাউন্সিলার প্রার্থী আলবার্ট ব্যাটলে,ইবান পেরা, মারিয়া খছে আরতেখা কে সকলের নিকট পরিচয় করিয়ে দেন। আলোচনা সভায় কাতালোনিয়া স্যোসালিষ্ঠ পার্টির শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ ছাড়াও পাকিস্তান,ইন্ডিয়া,বাংলাদেশ, মরক্কো সহ অসংখ্য প্রবাসীরা উপস্হিত ছিলেন ।