স্পেন বাংলা প্রেসক্লাবের সাথে নর্থ ইংল্যান্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়

- আপডেট সময় : ০৪:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
স্পেন সফরে আসা নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভার আয়োজন করে স্পেন বাংলা প্রেসক্লাব। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার বাঙ্গালী অধ্যুষিত প্লাজা পেদ্রো এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর এ আলম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক কলন্দর তালুকদার। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিয়নের সভাপতি হাজী ফয়জুল ইসলাম, স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহাদুল সুহেদ, সহ-কোষাধ্যক্ষ লায়েবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, মো. সিদ্দিকুর রহমান, সদস্য মিরন নাজমুল, তুতিউর রহমান, মোহাম্মদ কামরুল, জাফার হোসাইন, এসএম ইমরান প্রমুখ।
মতবিনিময়কালে উভয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিজেদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এসময় তাঁরা প্রবাসে বাংলা গণমাধ্যমকে সমৃদ্ধ করতে এবং বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখতে সংবাদ কর্মীদের সততার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন।