বার্সেলোনা, স্পেন | রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্পেন ধনীদের ওপর কর বসাচ্ছে

প্রতিবেদক
জনপ্রিয় অনলাইন
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৪৩ পূর্বাহ্ণ

উচ্চ মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় ধনীদের ওপর কর আরোপ করছে স্পেন। দেশটিতে এখন বামপন্থি সরকার ক্ষমতায়। তারা মধ্যবিত্ত ও গরিবদের ওপর থেকে বোঝা কমাবার জন্য এই অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে। স্পেনের অর্থমন্ত্রী মারিয়া জেসাস মন্টেরো বলেছেন, আমরা মিলিওনিয়ারদের কথা বলছি। তারাই দেশের এক শতাংশ মানুষ, যাদের হাতে প্রচুর অর্থ আছে। তিনি জানিয়েছেন, এই করবাবদ যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে শ্রমিক ও মধ্যবিত্তদের সাহায্য করা হবে। তবে কী হারে কর বসানো হবে, তা থেকে কত অর্থ পাওয়া যাবে তার কোনো বিবরণ তিনি দেননি। ইউরোপের অন্য দেশের মতো স্পেনও জিনিসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। সরকার যানবাহনে চড়ার জন্য ভর্তুকি দিচ্ছে। শিক্ষার্থীদের দিচ্ছে বৃত্তি। এভাবে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ডয়েচে ভেলে।

সর্বশেষ - অভিবাসন

আপনার জন্য নির্বাচিত