বার্সেলোনা, স্পেন | বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্পেন আ.লীগ এর উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রতিবেদক
jonoprio24
আগস্ট ১৮, ২০২১ ৫:৩৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্পেন আওয়ামী লীগের উদ্যোগে  জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । গতকাল ১৭ ই আগস্ট রোজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে নয়টায় স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পেন আওয়ামী লীগ এর সভাপতি এস আর আই এস রবিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিজভী আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে  প্রধান  অতিথির বক্তব্য দেন  বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,  বিশেষ অতিথির বক্তব্য দেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ এর সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগ এর সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, একরামুজ্জামান কিরন, বদরুল আলম মাস্টার, মোঃ কবির হোসেন, সাখাওয়াত হোসেন বাবলু ৷

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী, আজম কাল, এফ এম ফারুক পাভেল, এইচ এম হারুন অর রশিদ আকাশ, বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালি, তাপস দেবনাথ, আইন সম্পাদক এড. তারিক হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সাইফুল আমিন, উপ দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ জানে আলম, শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন জয়নাল,  সদস্য জুয়েল বৈদ্য, আফসার হোসেন নিলু , আব্দুস সালাম, আবুল হোসেন, হাসান তারেক, কায়স মাওলা, শমসের ,ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি, মাসুম শেখ, হৃদয়, সুমন ,সজল, সাগর সহ আরও অনেকে ৷

শোক সভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে; কিন্তু তার আদর্শ বাঙালিদের নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে।  এসময়  প্রধানমন্ত্রী ও সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্পেন  আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রিজভী আলম।আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিদের নৈশ ভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

সর্বশেষ - অভিবাসন