বার্সেলোনা, স্পেন | মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্পেনে বাংলা টিভির ৫ম বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদক
jonoprio24
মে ২৫, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ

বাংলাদেশের  এইচডি স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে স্পেনে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। গত ২৩ মে রোজ রবিবার পর্যটন নগরী বার্সেলোনার স্থানীয় শাহজালাল জামে মসজিদ সংলগ্ন মাঠ পিস্তা নেগরায় শিশু কিশোদের নিয়ে ও স্হানীয় এক হল রুমে পৃথক ২টি অনুষ্ঠানে ৫ম বর্ষপূর্তির কেক কাটেন বাংলা টিভি‘র স্পেন প্রতিনিধি লোকমান হোসেন ও বার্সেলোনা প্রতিনিধি লায়েবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস, বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্মকর্তা পাটরিছিয়া মারিতেজ, অর্চনা দেব, নব-নির্বাচিত শহর রক্ষক দাভিদ বোনদিয়া,স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আফাজ জনি,কাতালোনিয়া ক্রিকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক হাফিজ সারওয়ার, বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি নোমান সুমন, ওসমানী নগর বালাগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শফিউল আলম শফি, বিয়ানীবাজার জনকল্যাণ এসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান সুমন, মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ফয়সাল আহমেদ, কিংস ক্রিকেট ক্লাবের অধিনায়ক মোহন রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন, ব্যবসায়ী রুহুল আমীন, স্বাস্থ্যকর্মী মঞ্জু স্বপন, স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জুনিয়র ক্রিকেটারদের অভিবাবক এবং ক্লাবের নিয়মিত খেলোয়াড়গণ।

উপস্থিত সুধীবৃন্দ বাংলা টিভি‘র ভূয়সী প্রশংসা করে আরো বলেন, বাংলা টিভি বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। প্রবাসের সংবাদ “বিশ্ববাংলা” পরিবেশনের মাধ্যমে  প্রবাসী বাংলাদেশিদের হৃদয়েও স্থান করে নিয়েছে এ টিভি চ্যানেলটি। উপস্থিত সবাই বাংলা টিভি‘র উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

সর্বশেষ - অভিবাসন