স্পেনে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

- আপডেট সময় : ০৭:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ১৯২ বার পড়া হয়েছে
ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও আজ শনিবার (৯ই জুলাই) আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। স্পেনের রাজধানী শহর মাদ্রিদে খোলা ময়দানে বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন ক্যাসিনো পার্কের খোলা ময়দানে অনুষ্ঠিত জামাতেই ছিলো প্রবাসী মুসলমান বাংলাদেশিদের উপছেপড়া উপস্থিতি। স্পেনের সবচেয়ে বৃহৎ মসজিদ ‘সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ’ মসজিদে দেশটির বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।
এছাড়াও পর্যটন নগরী বার্সেলোনা,কাতালোনিয়া বিভিন্ন শহরে বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশীরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন। পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশীদের দ্বারা পরিচালিত শাহ জালাল জামে মসজিদ,লতিফিয়া ফুলতলি জামে মসজিদ,বায়তুল আমাল জামে মসজিদ, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ সহ কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা নামাজ শেষে একে অপরের সাথে কুশলাদি বিনিময় করে ঈদের দিনকে আনন্দময় করার চেষ্টা করেন। নামাজ শেষে খুতবায় বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের শান্তি কামনা করা হয়।