বার্সেলোনা, স্পেন | শুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্পেনে জাল সার্টিফিকেটে ৩৬জন গ্রেফতার

প্রতিবেদক
jonoprio24
ডিসেম্বর ১০, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ

সার্ভান্তেস ইনস্টিটিউটের ডিপ্লোমা জালকারী ৩৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সী ।  DELE এবং CCSE পাওয়ার জন্য মৌখিক এবং লিখিত পরীক্ষাগুলিকে মিথ্যা করেছে এমন বিদেশী নাগরিকদের স্প্যানিশ জাতীয়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় নতিপত্রের  জন্য স্পেনের ন্যাশনাল পুলিশ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে, যারা বার্সেলোনায়  অপরাধমূলক চক্রে দ্বারা  যারা সার্ভান্তেস ইনস্টিটিউট দ্বারা জারি করা ডিপ্লোমা এবং প্রসংশাপত্র  জালিয়াতির সাথে জড়িত তাদের জন্য এ অভিযোগে উঠে । বিভিন্ন দেশের অপরাধী হিসাবে  ১৬৬৭ জন ক্রেতাকে শনাক্ত করা হয়েছে । চক্রটি সাধারন বিদেশীদের কাছ থেকে মিথ্যা ডিপ্লোমা এবং সার্টিফিকেট পাওয়ার জন্য এক হাজার থেকে চার হাজার পাঁচশত ইউরো  অর্থ সংগ্রহ করেছে । আজ শুক্রবার একটি বিবৃতিতে স্পেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সীর  রিপোর্ট করা হয়েছে, অপরাধী চক্রটি  DELE এবং CCSE ডিপ্লোমা, বাসস্থান দ্বারা স্প্যানিশ নাগরিকত্ব প্রাপ্ত করার জন্য বিদেশী নাগরিকদের প্রয়োজনীয় কাগজের জন্য  সার্ভান্তেস ইনস্টিটিউটের মৌখিক এবং লিখিত পরীক্ষাগুলিকে মিথ্যা করেছে৷ স্প্যানিশ ন্যাশনাল পুলিশ এবং ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এর সহযোগিতায় ইউরোপোল দ্বারা সমন্বিত একটি অভিযানে এবং স্পেন ও যুক্তরাজ্যে একযোগে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করা হয়েছে ।

সুত্র : এল কনফিডেনসিয়াল ।

সর্বশেষ - অভিবাসন