স্পেনের টেনেরিফে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে নতুন মসজিদ উদ্বোধন
- আপডেট সময় : ০২:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ৮৬২ বার পড়া হয়েছে
স্পেনের কানারি দীপুঞ্জের টেনেরিফে বাংলাদেশ কমিউনিটি অধ্যষিত এলাকা লসক্রিসটিয়ানতে বাংলাদেশীদের উদ্যোগে নির্মিত একটি জামে মসজিদের উদ্বোধন হয়েছে । শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে বায়তুল আমান জামে মসজিদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে । বাংলাদেশী কমিউনিটির আর্থিক সহযোগিতায় নয়নাভিরাম মসজিদটি তৈরি করা হয়। সুন্দর, জবাবদিহিমূলক সামাজিক ঐক্য গঠনের লক্ষ্যে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন এবং আল্লাহর ঘর নির্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উদ্বোধনী দিনে জুম্মার খুতবায় দুনিয়াবি চিন্তা না করে আখেরাতমূখি হওয়ার আলোচনা করা হয় । বাংলাদেশী কমিউনিটি ও বিভিন্ন দেশের মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল আমান মসজিদের সভাপতি আব্দুল গোফরান (হেলাল),খলিল আহমেদ,আব্দুল মতিন, নিয়ামতউল্লা,দুলাল আহমেদ,রাব্বানি,শাহাজান,ফারুক আহমেদ,তারেক সিদ্দিকী সহ আরো অনেকে। বায়তুল আমান মসজিদে মহিলাদের নামাজের সুব্যবস্থা সহ বাচ্চাদের মক্তব চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় মেয়রের প্রতিনিধি সিটি কর্পোরেশনের ক্রীড়া কাউন্সিলর রুবেন গঞ্জালেজ পেরেজ মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন। নামাজ শেষে বায়তুল আমান জামে মসজিদের কমিটির পক্ষ থেকে মুসল্লিদের মিষ্টি বিতরণ করা হয়। বাংলাদেশিদের প্রানকেন্দে এমন একটি সুন্দর ও বিশাল মসজিদ পেয়ে উৎপল্য স্থানীয় বাংলাদেশিরা।