ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্পেনের ইআরসি দলে ৮ জন প্রবাসী বাংলাদেশির যোগদান

জনপ্রিয় ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১ ১০৫৬ বার পড়া হয়েছে

স্পেনের বার্সেলোনায় মূলধারার রাজনৈতিক দল এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়া- ইআরসি সংগঠনে যোগদান করেছেন ৮ জন প্রবাসী বাংলাদেশি। গত ১৬ জুলাই ইআরসি এর প্রধান কার্যালয়ে সদস্য ফরম জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ইআরসি দলে যোগদান করেন। এসময় ইআরসি দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্পেনের মূলধারার রাজনৈতিক দল ইআরসি দীর্ঘদিন ধরে কাতালোনিয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সাথে নানা ইস্যু নিয়ে সম্পৃক্ত রয়েছে। অভিবাসীদের দাবি আদায়েও ভূমিকা রাখছে দলটি। প্রবাসী বাংলাদেশিদের ইআরসি-তে সম্পৃক্ত করতে দলের বাংলাদেশ সমন্বয়কারী পদও প্রদান করেছে সালেহ আহমেদ নামক একজন প্রবাসী বাংলাদেশিকে। গত ১৬ জুলাই ইআরসি দলে যোগদানকারী প্রবাসী বাংলাদেশিরা হলেন আফাজ জনি, আব্দুল বাসিত কয়সর, মিরন নাজমুল, লোকমান হোসেন, ফয়জুল রানা, জাফার হোসেন, এলাইছ মিয়া ও লায়েবুর রহমান। এসময় ইআরসি দলের অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ রবের্তো মাসি ও ইমিগ্রেশন সভাপতি নুরিয়া ক্যাম্পস দলে যোগ দেয়া ৮জন প্রবাসী বাংলাদেশিকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, স্পেনের মূলধারার রাজনৈতিক কোন সংগঠনে একসাথে এ প্রথম সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগদান করলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্পেনের ইআরসি দলে ৮ জন প্রবাসী বাংলাদেশির যোগদান

আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

স্পেনের বার্সেলোনায় মূলধারার রাজনৈতিক দল এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়া- ইআরসি সংগঠনে যোগদান করেছেন ৮ জন প্রবাসী বাংলাদেশি। গত ১৬ জুলাই ইআরসি এর প্রধান কার্যালয়ে সদস্য ফরম জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ইআরসি দলে যোগদান করেন। এসময় ইআরসি দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্পেনের মূলধারার রাজনৈতিক দল ইআরসি দীর্ঘদিন ধরে কাতালোনিয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সাথে নানা ইস্যু নিয়ে সম্পৃক্ত রয়েছে। অভিবাসীদের দাবি আদায়েও ভূমিকা রাখছে দলটি। প্রবাসী বাংলাদেশিদের ইআরসি-তে সম্পৃক্ত করতে দলের বাংলাদেশ সমন্বয়কারী পদও প্রদান করেছে সালেহ আহমেদ নামক একজন প্রবাসী বাংলাদেশিকে। গত ১৬ জুলাই ইআরসি দলে যোগদানকারী প্রবাসী বাংলাদেশিরা হলেন আফাজ জনি, আব্দুল বাসিত কয়সর, মিরন নাজমুল, লোকমান হোসেন, ফয়জুল রানা, জাফার হোসেন, এলাইছ মিয়া ও লায়েবুর রহমান। এসময় ইআরসি দলের অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ রবের্তো মাসি ও ইমিগ্রেশন সভাপতি নুরিয়া ক্যাম্পস দলে যোগ দেয়া ৮জন প্রবাসী বাংলাদেশিকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, স্পেনের মূলধারার রাজনৈতিক কোন সংগঠনে একসাথে এ প্রথম সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগদান করলেন।