বার্সেলোনা, স্পেন | শনিবার , ১৭ জুলাই ২০২১ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্পেনের ইআরসি দলে ৮ জন প্রবাসী বাংলাদেশির যোগদান

প্রতিবেদক
jonoprio24
জুলাই ১৭, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ

স্পেনের বার্সেলোনায় মূলধারার রাজনৈতিক দল এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়া- ইআরসি সংগঠনে যোগদান করেছেন ৮ জন প্রবাসী বাংলাদেশি। গত ১৬ জুলাই ইআরসি এর প্রধান কার্যালয়ে সদস্য ফরম জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ইআরসি দলে যোগদান করেন। এসময় ইআরসি দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্পেনের মূলধারার রাজনৈতিক দল ইআরসি দীর্ঘদিন ধরে কাতালোনিয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সাথে নানা ইস্যু নিয়ে সম্পৃক্ত রয়েছে। অভিবাসীদের দাবি আদায়েও ভূমিকা রাখছে দলটি। প্রবাসী বাংলাদেশিদের ইআরসি-তে সম্পৃক্ত করতে দলের বাংলাদেশ সমন্বয়কারী পদও প্রদান করেছে সালেহ আহমেদ নামক একজন প্রবাসী বাংলাদেশিকে। গত ১৬ জুলাই ইআরসি দলে যোগদানকারী প্রবাসী বাংলাদেশিরা হলেন আফাজ জনি, আব্দুল বাসিত কয়সর, মিরন নাজমুল, লোকমান হোসেন, ফয়জুল রানা, জাফার হোসেন, এলাইছ মিয়া ও লায়েবুর রহমান। এসময় ইআরসি দলের অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ রবের্তো মাসি ও ইমিগ্রেশন সভাপতি নুরিয়া ক্যাম্পস দলে যোগ দেয়া ৮জন প্রবাসী বাংলাদেশিকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, স্পেনের মূলধারার রাজনৈতিক কোন সংগঠনে একসাথে এ প্রথম সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগদান করলেন।

সর্বশেষ - অভিবাসন