স্পানিশ ক্লাবে ক্রীড়া নৈপূণ্য দেখাচ্ছে বাংলাদেশী শিশুরা
- আপডেট সময় : ০৬:০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ১০৫০ বার পড়া হয়েছে
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশী শিশুরা বিভিন্ন স্পানিশ ক্লাবে ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করার সুযোগ পাচ্ছে। মাদ্রিদের এল রেতিরো পার্কের ভেতরে একটি বিশাল খেলার মাঠ রয়েছে সে মাঠে অনেক ক্লাবের খেলোয়ার(শিশুরা) তাদেরকে ক্রীড়া প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ক্লাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রিয়াল মাদ্রিদের (শিশুদের)ক্লাব,এটলেত্তিক ক্লাব মাদ্রিদ, এল রেতিরো সোর ক্লাব, ড্রাগন দে লাভাপিয়েস সহ অন্যান্য ক্লাব এর পক্ষ থেকে শিশুদের খেলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।এই ক্লাব গুলো তে স্পানিশ ও অন্যান্য দেশের শিশুদের মতো বাংলাদেশী শিশুরা ও খেলার প্রশিক্ষণ নিচ্ছে। ক্লাবগুলোতে খেলছে এমন দুইজন শিশুর সাথে কথা বলে জানা যায়, তাহরীম বলেন আমার এখানে খেলতে অনেক ভালো লাগে আমার ক্লাবের নাম রেতিরো সোর আমি বড় হয়ে ক্রিসচিয়ানো রোনালদোর মতো হতে চাই।
বাংলাদেশী শিশু ফরহাদ বলেন আমার প্রিয় খেলা ফুটবল তাই আমি এখানে খেলি আমার ক্লাবের নাম ড্রাগন দে লাভাপিয়েস। বাংলাদেশী এক শিশুর পিতা আব্দুর রহমান বলেন আমরা আমাদের সন্তানদের খেলা শিখার জন্য এই ক্লাবে দিয়েছি ভালো খেলা প্রশিক্ষণ নিচ্ছে তারা এই ধারাবাহিকতা ধরে রাখলে একদিন আমরা আমাদের এই বাঙ্গালী কমিউনিটিতে মেসী,নেইমার, রোনালদোর মতো খেলোয়াড় পাবো বলে আমরা আশাবাদী ।