সৌদি জেনারেলের ফাঁসির আদেশ
- আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১ ৯০৮ বার পড়া হয়েছে
জেনারেল ফাহাদের স্বজনদের বরাতে এ খবর দিয়েছে পার্সিয়ান গালফ স্টাডিজ সেন্টার। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ফাঁসির আদেশ হয়েছে তার। তবে তিনি ও তার পরিবার এই অভিযোগ সত্য নয় বলে দাবি করে আসছেন।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে ছেলেসহ গ্রেপ্তার হন জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজ। গত বছর জেনারেল পদে উন্নীত হওয়া এই কমান্ডার সৌদি সেনাবাহিনীতে যোগ দেন ১৯৮৩ সালে।
পার্সটুডে জানায়, চাকরিরত অবস্থায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিশেষ সামরিক প্রশিক্ষণ নিয়েছেন ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজ। প্রথমে বহিষ্কার তারপর তার গ্রেপ্তারের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ খবরে পরিণত হয়।
সৌদি সংবাদপত্র বলছে, জেনারেল ফাহাদের ছেলেদের বিরুদ্ধেও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগে ২০১৪ সালে তার ছেলেদের গ্রেপ্তার করা হয়েছিল।
ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজ ও তার ছেলেরা দেশটির রাজধানী রিয়াদে পরিচালনা করেন অন্তত ১০০টি আবাসন প্রকল্প। তাতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।