ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনে জালালাবাদ অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্পেনে গোলাপগঞ্জ এসোসিয়েশন এন বার্সেলোনায় নতুন কমিটি গঠন কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে আলোচনার কেন্দ্রবিন্দু সাধারণ সম্পাদক পদ কাতালোনিয়া বিএনপির প্রতিবাদ সভা স্পেন-ফ্রান্সসহ আরো ৪ দেশে ভোটার নিবন্ধনে সম্মতি পেল ইসি বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়াসিয়ন এর নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিজনেস অ্যাসোসিয়েশন এর নতুন নেতৃত্ব জেলেনস্কি-পুতিন বৈঠক সম্ভব, তবে শর্তসাপেক্ষে: ক্রেমলিন ‘বার্সেলোনা অ্যাকটিভা’ দিচ্ছে ভর্তুকি ও অনুদান, পেতে পারেন সর্বোচ্চ ১৫ হাজার ইউরো

সুপার গেইম করোনা কোভিড-১৯

এখলাছ মিয়া ,বার্সেলোনা
  • আপডেট সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ১৬১৬ বার পড়া হয়েছে

ওমরাহ করতে যাওয়ার জন্য ফ্লাইটের ২৪ ঘন্টা পূর্বে এখানকার নামকরা একটি ল্যাবে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে গেলাম করোনা নেগেটিভ টেস্ট বা PCR টেস্ট করাতে । বার্সেলোনায় সবচেয়ে ধনী এলাকায় অবস্থিত ল্যাবটির রিসেপশনে পৌঁছে দেখি একটা চাইনিজ ছেলে সেখানকার দায়িত্বে । বলতে গেলে সে ওখানকার মোড়ল । স্প্যানিশ ভাষা সে বুঝুক বা না বুঝুক ছোট ছোট চোখ আর হাতের ইশারায় সে তার মাতবরি দিব্যি চালিয়ে যাচ্ছে । আমার বুকিং কোড নাম্বার দেখাতেই একটি কক্ষে আমাকে নিয়ে যাওয়া হল । এরপর একজন স্প্যানিশ নার্স (সম্ভবত ল্যাটিন আমেরিকান হবে) এসে আমার নাকের একটা ছিদ্র থেকে কটনবাডের মাথা হালকা প্রবেশ করেই বললো টেষ্ট কমপ্লিট । চাইনিজ ছেলেটা কাছে এসে বললো, আপনার ইমেইলে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে । চার পাঁচ ঘন্টা যেতে না যেতেই আমার ইমেইলে রিপোর্ট চলে আসলো । রেজাল্ট নেগেটিভ । ফ্লাইট করতে আর কোন ঝামেলা নেই ।

ওদিকে সৌদি থেকে আসার পূর্বেও বাধ্যতামূলক করোনা টেস্ট (PCR Test) করাতে হল । জেদ্দার আল ফারাবি মেডিকেল ল্যাবে গেলাম টেস্ট করাতে । প্রচন্ড ভিড় ঠেলে সিরিয়াল ধরে কাউন্টারে ১১০ রিয়াল পে করে রিসেপশনে পেমেন্ট রশিদ ও পাসপোর্ট দিতে গিয়ে দেখি ছেলে মেয়ে সবাই ইন্ডিয়ান (ভারতীয়) । এদের মধ্য থেকেই একটি মেয়ে আমাকে একটা কেবিনে নিয়ে গেল । চেয়ারে বসিয়ে কটনবাডের মাথা আমার নাকের ডগায় হালকা স্পর্শ করেই বললো, টেস্ট কমপ্লিট । আমি ভ্যাবাচ্যাকা খেয়ে মেয়েটির দিকে তাকালাম ! সে আবারও বললো, জী; আপনার টেস্ট হয়ে গেছে । ইমেইলে রেজাল্ট চলে আসবে । সত্যি সত্যিই দুই চার ঘন্টার মধ্যেই ইমেইলে নেগেটিভ রিপোর্ট চলে আসলো । আমার আর এয়ারপোর্টে কোন ঝামেলা পোহাতে হয়নি ।

এখন কথা হল, এই যে PCR টেস্টের নামে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছেন, আপনি শুনলে অবাক হবেন যে, একটা PCR টেস্টের রেজাল্টও কখনও পজেটিভ আসবে না । আপনি যদি সরাসরি করোনা আক্রান্ত হয়ে টেস্ট করাতে যান তারপরও রেজাল্ট নেগেটিভ আসবে । কারণঃ বিশ্বে এই করোনা আসার পর থেকে করোনাকে কেন্দ্র করে যত ব্যাবসা গড়ে ওঠেছে এই করোনা টেস্ট হচ্ছে অন্যতম লাভজনক ব্যাবসা । বিশ্বের সব দেশ সেখান থেকে যার যার মতো করে ফায়দা উঠাচ্ছে । এছাড়া ভ্যাকসিন, স্যানিটাইজার, মাস্ক, পিপিই এইসব নিয়ে কুটনীতি ও ব্যাবসা যে আরও কতটা সুবিধাজনক সে কথাতো সবারই জানা ।

মোট কথা, বিশ্বকে কাবু করে করোনা গেইম মেকাররা পর্দার আড়ালে বসে মুচকি হেসে আমাদের দিকে একটা পর একটা ঢিল ছুঁড়ছে আর আমরা সাধারণ মানুষ তাতে সর্বস্বান্ত হচ্ছি ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপার গেইম করোনা কোভিড-১৯

আপডেট সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

ওমরাহ করতে যাওয়ার জন্য ফ্লাইটের ২৪ ঘন্টা পূর্বে এখানকার নামকরা একটি ল্যাবে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে গেলাম করোনা নেগেটিভ টেস্ট বা PCR টেস্ট করাতে । বার্সেলোনায় সবচেয়ে ধনী এলাকায় অবস্থিত ল্যাবটির রিসেপশনে পৌঁছে দেখি একটা চাইনিজ ছেলে সেখানকার দায়িত্বে । বলতে গেলে সে ওখানকার মোড়ল । স্প্যানিশ ভাষা সে বুঝুক বা না বুঝুক ছোট ছোট চোখ আর হাতের ইশারায় সে তার মাতবরি দিব্যি চালিয়ে যাচ্ছে । আমার বুকিং কোড নাম্বার দেখাতেই একটি কক্ষে আমাকে নিয়ে যাওয়া হল । এরপর একজন স্প্যানিশ নার্স (সম্ভবত ল্যাটিন আমেরিকান হবে) এসে আমার নাকের একটা ছিদ্র থেকে কটনবাডের মাথা হালকা প্রবেশ করেই বললো টেষ্ট কমপ্লিট । চাইনিজ ছেলেটা কাছে এসে বললো, আপনার ইমেইলে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে । চার পাঁচ ঘন্টা যেতে না যেতেই আমার ইমেইলে রিপোর্ট চলে আসলো । রেজাল্ট নেগেটিভ । ফ্লাইট করতে আর কোন ঝামেলা নেই ।

ওদিকে সৌদি থেকে আসার পূর্বেও বাধ্যতামূলক করোনা টেস্ট (PCR Test) করাতে হল । জেদ্দার আল ফারাবি মেডিকেল ল্যাবে গেলাম টেস্ট করাতে । প্রচন্ড ভিড় ঠেলে সিরিয়াল ধরে কাউন্টারে ১১০ রিয়াল পে করে রিসেপশনে পেমেন্ট রশিদ ও পাসপোর্ট দিতে গিয়ে দেখি ছেলে মেয়ে সবাই ইন্ডিয়ান (ভারতীয়) । এদের মধ্য থেকেই একটি মেয়ে আমাকে একটা কেবিনে নিয়ে গেল । চেয়ারে বসিয়ে কটনবাডের মাথা আমার নাকের ডগায় হালকা স্পর্শ করেই বললো, টেস্ট কমপ্লিট । আমি ভ্যাবাচ্যাকা খেয়ে মেয়েটির দিকে তাকালাম ! সে আবারও বললো, জী; আপনার টেস্ট হয়ে গেছে । ইমেইলে রেজাল্ট চলে আসবে । সত্যি সত্যিই দুই চার ঘন্টার মধ্যেই ইমেইলে নেগেটিভ রিপোর্ট চলে আসলো । আমার আর এয়ারপোর্টে কোন ঝামেলা পোহাতে হয়নি ।

এখন কথা হল, এই যে PCR টেস্টের নামে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করছেন, আপনি শুনলে অবাক হবেন যে, একটা PCR টেস্টের রেজাল্টও কখনও পজেটিভ আসবে না । আপনি যদি সরাসরি করোনা আক্রান্ত হয়ে টেস্ট করাতে যান তারপরও রেজাল্ট নেগেটিভ আসবে । কারণঃ বিশ্বে এই করোনা আসার পর থেকে করোনাকে কেন্দ্র করে যত ব্যাবসা গড়ে ওঠেছে এই করোনা টেস্ট হচ্ছে অন্যতম লাভজনক ব্যাবসা । বিশ্বের সব দেশ সেখান থেকে যার যার মতো করে ফায়দা উঠাচ্ছে । এছাড়া ভ্যাকসিন, স্যানিটাইজার, মাস্ক, পিপিই এইসব নিয়ে কুটনীতি ও ব্যাবসা যে আরও কতটা সুবিধাজনক সে কথাতো সবারই জানা ।

মোট কথা, বিশ্বকে কাবু করে করোনা গেইম মেকাররা পর্দার আড়ালে বসে মুচকি হেসে আমাদের দিকে একটা পর একটা ঢিল ছুঁড়ছে আর আমরা সাধারণ মানুষ তাতে সর্বস্বান্ত হচ্ছি ।