বার্সেলোনা, স্পেন | শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সিলেটে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
jonoprio24
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ৪:১৩ পূর্বাহ্ণ

সিলেটে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এসময় তার দায়ের কোপে সৎ ভাইও গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মহানগরের শাহপরান (রহ.) থানার বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই নৃশংস ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক যুবক আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি রামদা ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা বেগম (৯)। গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, শাহপরান থানার সহকারী কমিশনার ময়নূল আবছর ও ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন।

শাহপরান থানায় অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‌‘বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।’

তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। কী কারণে মা-বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

সর্বশেষ - অভিবাসন