সারপার প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব
- আপডেট সময় : ০১:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৬৫৫ বার পড়া হয়েছে
সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত। ২০ জানুয়ারী শনিবার সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করে অঙ্কুর কালচারাল একাডেমি ও ইনটেনসিভ কেয়ার । ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অঙ্কুর কালচারাল একাডেমি ও ইনটেনসিভ কেয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমদ সাদী টিপু৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ফারুক উদ্দিন তাপাদার,সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসলাম উদ্দিন, দুবাই প্রবাসী শিল্পপতি আব্দুল মতিন, জনাব মতিউর রহমান,আব্দুল বাছিত, নুরুল হক, তাজউদ্দিন শামিম, মাও: নুরুল হক, আলম আহমদ, ফজল আহমদ, সুলতান আহমদ প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে আগত অতিথি ও শিক্ষার্থীদের নিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করে ইনটেনসিভ কেয়ারের শিক্ষার্থীবৃন্দ৷এসময় চমৎকার পিঠা তৈরির জন্য বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।