সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবীতে স্পেনে প্রতিবাদ সভা
- আপডেট সময় : ১১:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব, এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে স্পেনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(১ অক্টোবর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাইয়ে কারাবাকা গ্রাম বাংলা রেস্টুরেন্টে এম এ মান্নান মুক্তি পরিষদ ইউরোপ স্পেন শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সভা পরিচালনা করেন এম এ মান্নান মুক্তি পরিষদের আহবায়ক এইচ এম দবির তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী। উক্ত সভায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী ,আওয়ামী লীগের সিনিয়র নেতা আহমেদ আসাদুর রাহমান সাদ, মঈনুল ইসলাম মনির, স্পেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সালাম ,আব্দুল আহাদ, নবী হোসেন, আব্দুস সাত্তার , মনির হোসেন ,জোবায়ের আমিন রাসেল ,মো:ইবরাহীম,আতাউর রহমান ,আসীফ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন এম এ মান্নান একজন সৎ সজ্জন ভালো মানুষ।তিনি সুনামগঞ্জ জেলার মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন করে অবহেলিত সুনামগঞ্জ কে উন্নয়নের মুলধারার নিয়ে এসেছেন। তিনি সুনামগঞ্জের উন্নয়নের রূপকার। তাঁর ওপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আমরা ব্যতিত। অবিলম্বে মিথ্যা মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তি দিতে হবে।