সংবাদ শিরোনাম ::
সর্বোচ্চ ৬০ হাজার মুসল্লি নিয়ে মসজিদে নববীতে তারাবির অনুমতি
জনপ্রিয় অনলাইন
- আপডেট সময় : ০৮:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৯১৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের বিধি মেনে আসন্ন রমজানে মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। সৌদি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে খালিজ টাইমস।
দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্ট আবদুল-রহমান আল-সুদাইস শনিবার বলেন, করোনা সতর্কতা মেনে আসন্ন রমজানে প্রার্থনার জন্য মসজিদে নববী খুলে দেয়া হবে।
এসময় করোনাবিধি মেনে একসঙ্গে সর্বোচ্চ ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সাধারণ সময়ে একসঙ্গে মসজিদে দশ লাখের বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের প্রথম ২০ দিনে তারাবি শেষ হওয়ার আধা ঘণ্টা পর বন্ধ করে দেয়া হবে এবং ফজরের দুই ঘণ্টা আগে আবার দরজা খুলে দেয়া হবে। তবে শেষ দশ দিন ২৪ ঘণ্টাই মসজিদ খোলা থাকবে।