ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সংঘর্ষ–সহিংসতায় প্রাণহানির নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব

জনপ্রিয় অনলাইন
  • আপডেট সময় : ০৬:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ৭৫১ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবসে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ–সহিংসতায় প্রাণহানির নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে যেখানে রাজপথে ফুল ছিটানোর কথা, সেখানে রাজপথে রক্ত ঝরানো হলো। এই নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ধর্মভিত্তিক দলগুলোর নেতা–কর্মীদের সঙ্গে মুসল্লিদের একাংশ বিক্ষোভ করেন। একপর্যায়ে ক্ষমতাসীন দলের নেতা–কর্মী ও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

এর প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মবাড়িয়ায় মাদ্রাসাছাত্ররা বিক্ষোভ করলে একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন।

এর নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী সরকার যেন জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।’

এসব ঘটনার জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন ‘জনগণের কাঠগড়ায়’ দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংঘর্ষ–সহিংসতায় প্রাণহানির নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব

আপডেট সময় : ০৬:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১

স্বাধীনতা দিবসে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ–সহিংসতায় প্রাণহানির নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে যেখানে রাজপথে ফুল ছিটানোর কথা, সেখানে রাজপথে রক্ত ঝরানো হলো। এই নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ধর্মভিত্তিক দলগুলোর নেতা–কর্মীদের সঙ্গে মুসল্লিদের একাংশ বিক্ষোভ করেন। একপর্যায়ে ক্ষমতাসীন দলের নেতা–কর্মী ও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

এর প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মবাড়িয়ায় মাদ্রাসাছাত্ররা বিক্ষোভ করলে একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন।

এর নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী সরকার যেন জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।’

এসব ঘটনার জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন ‘জনগণের কাঠগড়ায়’ দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।