আসন্ন রমজান মাস উপলক্ষে পবিত্র কাবা ঘরের গিলাফের মৌসুমি রক্ষণাবেক্ষণ অভিযান শুরু হয়েছে। সৌদির গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববি পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে আগামী পাঁচ দিন যাবত এ অভিযান চলতে থাকবে।
কাবার গিলাফ রক্ষণাবেক্ষণ অভিযান পরিচালনায় ১৪ জন প্রযুক্তিবিদ, স্বাস্থ্যবিশেষজ্ঞ ও উন্নত মানের মনিটর ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। পবিত্র কাবা ঘর রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হলি কাবা, এক্সিবিশনস এন্ড মিউজিয়াম পরিচ্ছন্ন অভিযানের তত্ত্বাবধান করছে।
মসজিদুল হারামের কাবা রক্ষণাবেক্ষণ বিভাগের পরিচালক ফাহাদ বিন হাদিদ আল জাবের জানান, কাবার গিলাফের কাপড় একদিক থেকে ঢিলাঢেলা ও অন্যদিক থেকে টাইট করার মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। এছাড়া শাতারওয়ানে সোনার আংটির নিচে মসৃন কালো কাপড় স্থাপন করা হয়। কালো পাথর ও রুকনে ইয়ামেনির ফ্রেম পরিবর্তন করা হয়।
সূত্র : আরব নিউজ