সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের ত্রিশালে ধান কাটা, মাড়াইয়ে কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর
এনামুল হক,ময়মনসিংহ
- আপডেট সময় : ০৭:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৭৬৪ বার পড়া হয়েছে
ক্ষেত থেকে ধান গাছ নয়, সরাসরি সংগ্রহ করা হচ্ছে ধান। সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলা হচ্ছে খড়। বিস্ময়কর এই যন্ত্রটির নাম কম্বাইন হার্ভেস্টার। এতোদিন উন্নত বিশ্বে ব্যভার হলেও এখন দেশের ধান ক্ষেতেই এর দেখা মেলে।মেশিনের সাহায্যেই ক্ষেতে থেকে ধান কেটে মাড়াই করা হচ্ছে একই সঙ্গে। মাত্র একঘন্টায় কয়েক বিঘা জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষ করা সম্ভব এই মেশিনে।
আজ বৃহসপ্রতিবার দুপুরে (৮ এপ্রিল) ধান কাটা যন্ত্রটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হস্তান্তর করা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান,সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম তুষার,ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ন কবীর আকন্দ,মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ।