মাদ্রিদে সিরাত মাহফিল ও বার্ষিক পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন
- আপডেট সময় : ০৯:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৪১০ বার পড়া হয়েছে
মাদ্রিদে বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ এর আয়োজনে সম্পন্ন হয়েছে সীরাত মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার(৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় মসজিদে আরবী স্কুল মাদ্রিদ এর অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীদের কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সঙ্গীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। সন্ধ্যা ৮ টায় সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউ. এ. এস একাডেমি ইউকে এর পরিচালক, ইসলামিক স্কলার শায়খ ড. আব্দুস সালাম আজাদী। দু‘টো অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহ। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া , বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক , বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার , সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , সাবেক নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা, এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি , ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান , মুকুল আহমদ ,শিক্ষক আনাস চৌধুরী ও শায়খ আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ ও ইসলামী শিক্ষাই পারে সুন্দর জীবন গঠনের স্পৃহা তৈরী করতে এবং নিয়মানুবর্তীক জাতি গঠনে ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি শিশু কিশোর উপস্থিত ছিল। কোরআন ও হাদিসের আলোকে আয়োজিত এ প্রতিযোগিতা মুসলিম বাংলাদেশি নবপ্রজন্ম উপকৃত হবে বলে আয়োজকরা জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহীম রাজ্জাক , শাহ আলম ,শাহাদাত আলী ,আবু বক্কর , রমিজ উদ্দিন ,সাইফুল মুন্সি ,বাবুল আহমদ ,ওয়াসিম রানা, মনজু আলী মাহবুব,জাহিদুল আলম দিদার প্রমুখ। এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শায়খ আব্দুস সালাম আজাদী বহির্বিশ্বে ইসলাম প্রচারের গুরুত্ব উল্লেখ করে আরো বলেন, দুনিয়ার যে জায়গায় ইসলাম গিয়েছে, সেখানেই ইসলাম বেড়েছে আর বেড়েছে। কেবল একটা ব্যতিক্রম হলো স্পেন। কারণ হলো মুসলমানরা আল্লাহকে ভুলে গিয়েছিল। নিজেদের দায়িত্ব পালন করেনি।স্পেনে আবারো ইসলাম কায়েমের জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে।তিনি আরও বলেন আমরা নামাযের গুরুত্ব দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বাদ এশা বিভিন্ন প্রশ্নোত্তর ও দেন। অনুষ্ঠানে স্প্যানিশ ভাষায় অনুবাদ করা ড. জাকির নায়ক এর একটি বই এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। মাদ্রিদের বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মো: ইব্রাহীম রাজ্জাক এর ছেলে তারিকুল ইসলাম রাজ্জাক’আনসারস্ টু নন মুসলিমস্ কমন কুয়েশ্চেন্স এবাউট ইসলাম’ বইটির স্প্যানিশ অনুবাদ করেন।প্রসঙ্গত কিশোর তারিকুল ইসলাম এর বয়স ১৫ বছর।