মাদ্রিদে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সংবর্ধিত
- আপডেট সময় : ০৬:০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ৪৬৬ বার পড়া হয়েছে
স্পেনের মাদ্রিদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদকে সংবর্ধিত করেছে স্পেন আওয়ামী লীগ। বৃহস্পতিবার ১৬ নভেম্বর সন্ধ্যায় স্পেনের রাজধানী মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্পেন আওয়ামী লীগ।
স্পেন আওয়ামী লীগের সভাপতি এস.আর.আই.এস রবিনের সভাপতিত্বে ও স্পেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ।
অনুষ্ঠানের প্রথমেই সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এস.আর.আই.এস রবিনের নেতৃত্বে স্পেন আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের কাউন্সেলর (শ্রম ) মোহাম্মদ মুতাসিমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।
এসময় সংবর্ধিত অতিথি স্পেন সফররত বাংলাদেশ সরকার এর প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশ রত্ন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি উচু স্থানে নিয়ে যেতে চাচ্ছেন।যাতে আমরা উন্নত ও সমৃদ্ধশালী জাতি হিসেবে বিদেশিদের কাছে পরিচয় দিতে পারি।তিনি আরোও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে এই পর্যায়ে নিয়ে আসতে প্রবাসীদের বিশেষ অবদান রয়েছে।প্রধানমন্ত্রীর দুই হাজার ৪১ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রবাসীরা নিয়মিত বৈধ উপায়ে দেশে রামিটেন্স পাঠাতে হবে।তিনি প্রবাসীদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথা এসময় তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে স্পেন আওয়ামী লীগের সভাপতি এস.আর.আই.এস রবিন বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করতে স্পেন আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আহবান জানান।তিনি বলেন যার যার নির্বাচনী এলাকায় গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এবং বিদেশের মাটিতে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করতে হবে।