বিয়ানীবাজারে হাওরে ভেসে উঠলো যুবকের লাশ

- আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ ১৫১ বার পড়া হয়েছে
বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের পিরের চক এলাকার দুলাল আহমদ নামের এক যুবককে লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে কদম আনি বিলে যুবকের লাশ ভেসে উঠে। নিহত দুলাল আহমদ (৪০) পীরের চক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি স্ত্রীর করা একটি মামলায় পলাতক আসামি ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুলাল আহমদ শনিবার বিকালে স্থানীয় কুশিটিকি সেতুর উত্তর হাওরে নৌকা বাইচ দেখতে গিয়েছিলেন। নৌকা বাইচ শুরু হওয়ার আগে সাদা পোশাকের একদল পুলিশ দুলালের পাশে দাড়ানো যুবককে নাম জিজ্ঞেস করতেই দুলাল আহমদ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি হাওরের পানিতে ঝাপ দিয়ে সাঁতার কাটতে থাকলে পুলিশ সদস্যরা প্রথমে দৌড়ে এবং পরে একটি নৌকায় করে পিছু নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
রবিবার সকালে গ্রামের লোকজন কদম আনি বিলে মাছ শিকারে গেলে দুলাল আহমদের ভেসে উঠা লাশ দেখতে পান। প্রত্যেক্ষদর্শীরা দুলাল আহমদের বাড়িতে খবর দেন।
বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের লাশ সিলেট ওসমানি হাসপাতালের মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, পুলিশ ওয়ারেন্টুভুক্ত আসামিকে ধরতে অভিযানে গেলে সে পালিয়ে যেতে পানিতে ঝাঁপ দিয়েছিলো।