বার্সেলোনা, স্পেন | রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
জনপ্রিয় অনলাইন
অক্টোবর ২৩, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

কুয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) কুয়েতের জাহারা অঞ্চলের মাতলা এলাকায় নির্মাণাধীণ ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আলমাস আলীর ছেলে।

নিহতের সহকর্মী মোহাম্মদ নবী জানান, আলমগীর নির্মাণ কাজ চলা ওই ভবনের দেখাশোনার কাজ করতো। ঘটনার দিন সন্ধ্যায় ভবনের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। দেশ থেকে ছুটি কাটিয়ে কিছুদিন হলো সে কুয়েতে ফিরেছে। তার একটি ছেলে সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

নিহতের চাচা মোস্তফা জানান, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। যতদ্রুত সম্ভব মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।আলমগীরের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

সর্বশেষ - অভিবাসন