বিএনপিনেতা ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনায় মারা গেলেন
- আপডেট সময় : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ৮৬৭ বার পড়া হয়েছে
সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ঢাকা-১৩ (ধামরাই উপজেলা) সাবেক এই সংসদ সদস্য মারা যান।
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান রাতে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার জিয়াউর রহমান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমানের ছেলে। তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ছিলেন।