সংবাদ শিরোনাম ::
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষে মামলা দায়ের

জনপ্রিয় অনলাইন
- আপডেট সময় : ০৪:৪৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৮৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাতেই রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। সোমবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
ওসি আবু বকর সিদ্দিক বলেন, ২৬ মার্চ রাতে দায়ের করা মামলায় ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৭০ জন আহত হন। সে সময় পেশাগত দায়িত্ব পালনকালে ১০ জন সাংবাদিকও আহত হন।