বার্সেলোনা সম্পর্ক স্থগিত করল ইসরায়েলের সঙ্গে
- আপডেট সময় : ০১:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৪৪৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে স্পেনের বার্সেলোনা নগরী। আজ শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা সিটি কাউন্সিল গতকাল শুক্রবার একটি প্রাসঙ্গিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে এই পদক্ষেপ নিয়েছে। ওই ঘোষণাপত্র অনুযায়ী, ইসরায়েল সরকার ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকে সম্মান করতে বাধ্য। ঘোষণাটি বার্সেলোনা এন কমুন পার্টির সাবেক মেয়র অ্যাডা কোলাউ তুলে ধরেন এবং তার স্থলাভিষিক্ত জাউমে কোলবোনির সোশ্যালিস্ট পার্টি সমর্থন করে। সেইসঙ্গে বামপন্থী বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকান লেফট অফ কাতালোনিয়া পার্টিও সমর্থন করেছে।
তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত করার বার্সেলোনার যে পদক্ষেপ- এটি প্রথমবারের মতো না। এর আগেও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত করে বার্সেলোনা।
গাজায় বর্তমানে চার দিনের যুদ্ধবিরতি চলছে। আজ তার দ্বিতীয়দিন। আজকে ৪২ জন বন্দী ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১৪ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।