সুনামগঞ্জের ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বার্সেলোনা আগমন উপলক্ষ্যে প্রবাসী সুনাম গঞ্জবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে । গত ২১শে জুলাই বার্সেলোনার স্হানীয় এক রেষ্টুরেন্টে মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও ফজরুল হক এনামের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন,মাওলানা আজমুল ইসলাম সেলিম। অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরহাদ মীর রাজন,হারুন রশীদ,সুজন মিয়া, দারা চৌধুরী,কামরুজ্জামান,ছোবহান মিয়া, আব্দুল আউয়াল সহ আরো অনেকে । এছাড়া মুরব্বীদের মধ্যে উপস্হিত ছিলেন আরশ আলী,লেবু মিয়া, আব্দুল গনি এনাম । অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বার্সেলোনা প্রবাসী সুনামগঞ্জবাসী ।