ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি বার্সেলোনার উদ্যোগে সদ্যপ্রয়াত সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা বালাগঞ্জের সাংসদ এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির রূহের মাগফিরাত কামনায় স্থানীয় শাহজালাল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির মো: কামরুজ্জামান কামরুল, জসিম উদ্দিন, শাহ রবিউল হুসাইন,মুজিবুল ইসলাম জুমন,কামরুল ইসলাম,সাইফুল ইসলাম, আবুল হাসনাত সহ বার্সেলোনার বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা বলেন, আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরী সজ্জন ও জ্ঞানী সংসদ সদস্য ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। তার মৃত্যুতে সিলেটবাসীসহ জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবককে হারাল। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা সহ মহামারী করোনা ভাইরাসে আক্তান্ত প্রবাসীদের এবং বিশেষভাবে ফেঞ্চুগঞ্জরর অন্যতম সাংগঠনিক ব্যক্তিত্ব আলহাজ আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগমুক্তি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদ বার্সেলোনার খতিব মাওলানা ইসমাঈল হুসেন।