বার্সেলোনায় বাংলাদেশী ও এশিয়ান খাবারের রেষ্টুরেন্ট ‘ কাছা বাংলা ‘ উদ্বোধন করা হয়েছে । গত ৪জুলাই রোজ সোমবার স্পেনে স্বদেশী খাবারের চাহিদা পূরণে রেষ্টুরেন্ট ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশী তরুণ উদ্যোগক্তা বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশী অধ্যুসিত এলাকা বার্সেলোনার কাইয়ে সান ক্লিমেন্ট রোডে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও দেশীয় স্বাদের রুচিসম্মত খাবারের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন অভিজাত রেস্তোরাঁ “কাছা বাংলা”রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আফাজ জনি,মোস্তাক আলী, ময়েজ উদ্দিন ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে কাছা বাংলা রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। এসময় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত অনারারি কনস্যুলার রামন পেদ্র বারনাইজ, মিউনিসিপ্যাল গ্রুপ ডেমোক্র্যাট কাউন্সিলর মার্ক রডেস সহ পৌরসভার নেতৃবৃন্দ । পরে দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম ঈসমাইল হোসেন ।