বার্সেলোনা, স্পেন | শনিবার , ১১ মার্চ ২০২৩ | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. #টপ৯
  2. #লিড
  3. অপরাধ
  4. অভিবাসন
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা
  8. ইউরোপ
  9. ইসলাম ও ধর্ম
  10. এশিয়া
  11. কমিউনিটি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বার্সেলোনায় ২দিন ব্যাপী কন্স্যুলার সেবা প্রদান

প্রতিবেদক
jonoprio24
মার্চ ১১, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কন্সুলার সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্হানীয় একটি হলরুমে এ কন্সুলার সেবা প্রদান করা হয়। গত ৪রা মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত  প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্টসহ বিবিধ সেবা গ্রহণ করতে হলরুমে ভিড় জমান।

দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিলো পাসপোর্ট বিতরণ, নতুন আবেদনকারীর এমআরপি এনরোলমেন্ট, পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ, ৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপি’র আবেদন গ্রহণ,  নতুন পাসপোর্টের আবেদনকারীর ছবি, স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো ভিসা রিকুয়ার্ড এর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদনসহ প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ।

কন্সুলেট সবা প্রদান করতে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে আসেন প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মোতাসিমুল ইসলাম , কাউন্সিলর দ্বীন মোহাম্মদ ইমাদুল হক,বার্সেলোনা অনারারী কন্সুলার রামন পেদ্র বারনাউস সহ আরো অনেকে ।  এবারে  বার্সেলোনায় কন্সুলার সেবায় অধিক পরিমানে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশীপ আবেদন পত্র দুতালয় প্রধানের কাছে তুলে দেন মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল ।  দুতালয় প্রধান আবেদন পত্রসংগ্রহ করে প্রবাসীদের ভূয়েসী প্রসংশা করে সকল প্রবাসীদের সদস্য হওয়ার জন্য আহবান জানান ।

সর্বশেষ - অভিবাসন