বার্সেলোনায় যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৫:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ৪০১ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারের পদত্যাগ, ভোট বর্জন ও ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেছে স্পেন দক্ষিণ যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বার্সেলোনায় আলাদা আলাদা ভাবে যুবদল এবং সেচ্চাসেবক দল এ কর্মসূচি পালন করে। গত ২রা জানুয়ারী গণসংযোগকালে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে নেতারা বলেন, ‘৭ জানুয়ারি দেশপ্রেমিক জনগণ ভোটকেন্দ্রে যাবে না। ডামি মার্কা নির্বাচনে জনগণের কোনো সমর্থন নেই। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা নির্বাচনের উৎসব করছে। দেশের মানুষের অধিকারকে খর্ব করছে আওয়ামী লীগ। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। কাউকে বিশ্বাস করতেও দেয় না। সারা দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে।’
এ সময় স্পেন দক্ষিণ যুবদল নেতা ফয়সল আহমেদ এবং ইফতেকার হোসেন কাসেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান সহ যুবদল নেতৃবৃন্দ।
অপরদিকে, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া এবং যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সদস্য হারুন রশিদ, ফয়সল আহমদ, জনি আহমদ খান প্রমুখ।