বার্সেলোনায় যুবদলের পক্ষথেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৫২৮ বার পড়া হয়েছে
কাতালোনিয়া যুবদলের সহ সভাপতি জনি আহমেদ খানের মাতা আত্মার মাগফেরাত কামনায়, কাতালোনিয়া জাতীয়তাবাদীদল ও তার অঙ্গ সংগঠনের পক্ষে থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, যুবদলের সভাপতি ফায়ছাল আহমেদ, সাধারণ সম্পাদক ইফতাকার হোসেন কাসেম, সহ সভাপতি আব্দুল বাসিত, সহ সভাপতি জনি আহমেদ খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন রেদোয়ান আহমেদ, সুমন পায়েল, মুক্তার আহমেদ, লায়েক আহমেদ, সুমন মিয়া প্রমুখ।
এসময় আগত অতিথিসহ মসজিদের মুসল্লি, শরিক হন এ মিলাদ ও দোয়া মাহফিলে। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হোসেন। পরিশেষে সকল প্রবাসীদের পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।