সংবাদ শিরোনাম ::
বার্সেলোনায় মাদারীপুর সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
জাফর হোসেন : স্পেনের বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই এপ্রিল বুধবার শহরের মধুর ক্যান্টিনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শফিক খাঁন ও সাধারণ সম্পাদক শিহাব মিয়া সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্যদের সহযোগিতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন এনায়েত ঢালী,আবুল কালাম আজাদ বাদল,ফয়ছল মোল্লা, সৈয়দ বাপ্পি,সোহাগ হোসেন আদর, রুপা আলম,হিরা শরিফ,দেলোয়ার হোসেন সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে রোজাদারদের জন্য দেশীয় ইফতারি পরিবেশন করা হয়। ইফতারের পরে মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে অংশ নেয়ায় আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।