বার্সেলোনায় ভিনদেশীয় সংস্কৃতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

- আপডেট সময় : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৫৩৭ বার পড়া হয়েছে
এশিয়া ভিত্তিক সংগঠন কাসা এশিয়া ও বার্সেলোনা সিটি করপোরেশনের এর যৌথ উদ্যোগে স্হানীয় সান আনতোনি মার্কেটের সামনে খোলা মাঠে আয়োজন করে ভিন দেশীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে মহিলা সমিতি বার্সেলোনা অংশগ্রহণ করে বাংলাদেশের কৃস্টি কালচার ও সংস্কৃতিকে তুলে ধরতে স্থানীয় শিল্পীরা নাচ,গান ও নৃত্য পরিবেশন করেন বিদেশীদের সামনে উপস্হাপন করে।
বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া,পাকিস্থান,চীন,নেপাল,ফিলিপিন সহ এশিয়ার কয়েকটি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে নিজদেশের সংস্কৃতিকে বিদেশীদের নিকট উপস্হাপন করে ।
এসময় বাংলাদেশি শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন মঞ্জু স্বপন,রাজু গাজী,অহনা দিবা, অমি,রেইন,ইরিশা,সহ শিশু শিল্পীরা।
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত অনারারী কাউন্সিলর রামন পেদ্রো বারনাউস সহ স্থানীয় কমিউনিটির সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।