বার্সেলোনায় ‘গ্লোভো অ্যাপস ডেলিভারি গ্রুপ’ এর বনভোজন
- আপডেট সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৭৬৩ বার পড়া হয়েছে
বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি ‘গ্লোভো অ্যাপস ডেলিভারি গ্রুপ’ এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট, বুধবার বার্সেলোনার অদূরে এম্পুরিয়াভ্রাভা নামক স্থানে এ বনভোজনের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বনভোজনে বিপুল সংখ্যক রাইডার্স অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা ও একে অপরের সাথে পরিচিতির ব্যাপ্তির সুযোগ কাজে লাগাতেই এ বনভোজনের আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠিত এ বনভোজনে অংশ গ্রহন করেন জহিরুল ইসলাম, মঞ্জুর রহমান, মিজানুর রহমান, ফুহাদ, ইমরুল মাসুম, মিজু, নোমান, জগলু, গুফরান, রুবেল, জাহেদ, মাসুক, জিহাদ, কামিল, জয়নাল, জুবায়ের, ইব্রাহিম, সুমন, নিলয়, শাফি, মিল্লাদ, হোসাইন, তানভির, তনয়, শিহাব, আজির,মামুন সহ আরো অনেকে ।
উপস্থিত রাইডাররা বনভোজনকে সফল করার জন্য বনভোজন উদযাপন কমিটিএবং আপ্যায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান ।